২৯ জুলাই ২০২৪ সোমবার, ১০:০৯ এএম
আন্তর্জাতিক ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে আক্রমণের হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সংবাদমাধ্যম আই২৪ নিউজ জানিয়েছে, রোববার (২৮ জুলাই) দলীয় এক সমাবেশে ভাষণ দেন এরদোয়ান। এতে গাজা উপত্যকায় চলমান যুদ্ধ নিয়ে কথা বলার সময় ইসরায়েলে আক্রমণ করার এক ‘বিরল’ সুস্পষ্ট হুমকি দেন তিনি।
গাজায় যুদ্ধের কথা উল্লেখ করে আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের সবচেয়ে কঠোর সমালোচকদের একজন এরদোয়ান বলেন, আমাদের অবশ্যই শক্তিশালী হতে হবে, যাতে ইসরায়েলে ফিলিস্তিনের সঙ্গে এসব কাজ করতে না পারে।
তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, আমরা যেভাবে কারাবাখে প্রবেশ করেছি, ঠিক যেভাবে আমরা লিবিয়ায় প্রবেশ করেছি; আমরা তাদের (ইসরায়েলে) সাথেও তাই করতে পারি। এমন কিছু নেই যা আমরা করতে পারি না। আমাদের কেবল শক্তিশালী হতে হবে।
এরদোয়ান আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে নাগর্নো-কারাবাখ দ্বন্দ্বের কথা উল্লেখ করেছেন, যার ফলে সম্প্রতি বিচ্ছিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে আজারবাইজান। এ ছাড়া লিবিয়ায় গৃহযুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তুরস্কের। সূত্র: টাইমস অব ইসরায়েলে, আই২৪ নিউজ
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।