০৭ জুলাই ২০১৬ বৃহস্পতিবার, ১২:৪১ পিএম
শেয়ার বিজনেস24.কম
![]() |
জঙ্গি সংগঠন বিশেষ করে যারা মানুষ হত্যার সাথে জড়িত তাদেরকে ইসলামের এক নম্বর শত্রু বলে অভিহিত করেছেন সৌদি আরবের প্রধান মুফতি শেখ আব্দুল আজিজ আল-শেখ। সৌদি আরবের রাজধানী রিয়াদে মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।-এএফপি।
শেখ আব্দুল বলেন, ‘চরমপন্থা, মৌলবাদী ও সন্ত্রাসবাদের ধারণাকে ইসলাম সমর্থন করে না। এ ধারণার কর্মকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছে তারা
ইসলামের এক নম্বর শত্রু।’
তিনি ইরাক এবং সিরিয়ার কিছু অংশে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গি দল ইসলামিক স্টেটের খেলাফত আন্দোলন ও আলকায়েদাকে ইসলামের প্রধান শত্রু বলে চিহ্নিত করে এমন মন্তব্য করেন।
গোটা বিশ্ব এখন আইএসের তাণ্ডবে দিশেহারা। তারা একের পর এক দেশে দেশে মানুষ হত্যার মতো নারকীয়তায় মেতে রয়েছে। গত ১ জুলাই শুত্রবার ঢাকার গুলশানের হলি আর্টিসান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলা চালায়। ওই হামলায় দেশি বিদেশিসহ ২২ জন নিহত হয়েছে। এরপরও তাদের কাছ থেকে আরো হামলার হুমকি পাওয়া যাচ্ছে। সোমবার ইসলামিক স্টেট যুক্তরাষ্ট্রকেও হামলার হুঁশিয়ারি দিয়েছে। পৃথিবীর যেকোন জায়গায় মার্কিনীরদের উপরে হামলা হতে পারে বলে তারা উল্লেখ করেন। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশে ভয়াবহ বোমা হামলা করে অসংখ্য মানুষ হত্যা করেছে আইএস।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।