২১ এপ্রিল ২০১৭ শুক্রবার, ০৯:৪৬ পিএম
শেয়ার বিজনেস24.কম
![]() |
সিরাজগঞ্জের বেলকুচিতে হিন্দুধর্ম ছেড়ে একই পরিবারের সাত সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
শুক্রবার পৌর এলাকার চালা সাত রাস্তা জামে মসজিদে জুমার নামাজের আগে পেশ ইমাম মাওলানা রফিকুল ইসলামের কাছে তারা ইসলাম গ্রহণ করেন।
এসময় কালেমা (আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সা. আল্লাহর রাসুল) পরে স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন আনন্দ দাস।
ইসলাম ধর্মগ্রহণের পর আনন্দ দাসের নামা রাখা হয়েছে আনোয়ার ইসলাম। তিনি চালা গ্রামের গৌর দাসের ছেলে।
এসময় বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ইউসুফজী খাঁন, সমাজসেবক মহের প্রামানিক ও লোকমান হোসেনসহ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
সদ্য ইসলাম ধর্ম গ্রহণকারী আনোয়ার ইসলাম বলেন, ‘ইসলাম ধর্ম আমার কাছে আগে থেকেই ভালো লাগতো। অনেক চিন্তা-ভাবনা করে পরিবারের সবাইকে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে জুমার নামাজ আদায় করলাম। পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করতে পেরে এখন আমি নিজেকে অনেক ধন্য মনে করছি।’
তিনি বলেন, ‘শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করে মনে হচ্ছে- আমি পুনঃজন্ম গ্রহণ করেছি। সঠিকভাবে যেন ইসলাম ধর্মের সকল নিয়ম-কানুন পরিবারের সবাইকে নিয়ে মেনে চলতে পারি এজন্য সকলের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমাদের কবুল করেন।’
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।