facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ ডিসেম্বর শুক্রবার, ২০২৪

Walton

ইয়াং গ্লোবাল লিডার ২০২৪ সালের ক্লাসে আজিজা খান


১৬ এপ্রিল ২০২৪ মঙ্গলবার, ১০:২৯  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


ইয়াং গ্লোবাল লিডার ২০২৪ সালের ক্লাসে আজিজা খান

২০২৪ সালের ইয়াং গ্লোবাল লিডারদের নাম সম্প্রতি উন্মোচন করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এ দলে প্রায় ৯০ জনকে নির্বাচন করা হয়েছে। এ তালিকায় দক্ষিণ এশিয়ার নির্বাচিত ১১ জনের মধ্যে সামিট গ্রুপের পরিচালক আজিজা আজিজ খান এসিসিএ নির্বাচিত হয়েছে।

আয়োজকরা জানিয়েছে, এ বছরের দলটিতে সেই সব ব্যক্তিকে নির্বাচিত করা হয়েছে যারা তাদের কাজের মাধ্যমে রাজনীতি, ব্যবসা, সুশীল সমাজ, কলা ও শিক্ষায় তাদের সমাজ, প্রতিষ্ঠানের গণ্ডি পেরিয়ে অসাধারণ প্রভাব বিস্তার করার সক্ষমতা রাখেন।

এ প্রসঙ্গে আজিজা আজিজ খান এসিসিএ বলেন, ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ইয়াং গ্লোবাল লিডার ২০২৪ সালের ক্লাসে অংশ নিয়ে আমি জীবনের নতুন একটি অধ্যায় শুরুর করার জন্য উন্মুখ। আমি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সহপাঠীদের সঙ্গে নিয়ে সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করতে চাই। সর্বোপরি, সবার জন্য সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও ক্লিন এনার্জি পৌঁছে দেয়া আমাদের একটি যৌথ স্বপ্ন। এ স্বপ্ন বাস্তবায়নে আমি সবার সহযোগিতা ও দোয়া নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।’

আজিজা খান বিশ্বে ইয়াং গ্লোবাল লিডার মধ্যে অন্যতম। এ দায়িত্ববান নেতারা তিন বছরের একটি রূপান্তরকারী যাত্রার মাধ্যমে বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করবেন।—

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: