facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১০ জানুয়ারি শুক্রবার, ২০২৫

Walton

ই-কমার্স সাইটের বিক্রিপণ্য পৌঁছে দেবে ডাক বিভাগ


১১ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার, ১১:৪৬  পিএম

নিজস্ব প্রতিবেদক


ই-কমার্স সাইটের বিক্রিপণ্য পৌঁছে দেবে ডাক বিভাগ

 

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সহযোগিতায় ৬৪টি জেলায় ‘ই-পোস্ট’ সেবা চালু করেছে বাংলাদেশ ডাক বিভাগ।

বুধবার ঢাকায় জিপিও মিলনায়তনে আয়োজিত ‘৬৪টি জেলা পোস্ট অফিসে ডিজিটাল কমার্স সেবা ই-পোস্ট চালু ও হ্যান্ডসেট বিতরণ’ অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

অনুষ্ঠানে জানানো হয়, ই-পোস্ট মূলত অনলাইন ডেলিভারি সেবার প্ল্যাটফর্ম। এ পদ্ধতিতে বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের পণ্য ডেলিভারি করার পাশাপাশি সেগুলোর সবশেষ অবস্থান অনলাইনেই শনাক্ত করা সম্ভব। আর তাই সারা দেশে ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে ই-কমার্সভিত্তিক ডেলিভারি সেবা দিতে প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে ই-পোস্ট সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে ই-কমার্স সাইটের বিক্রি হওয়া পণ্য পৌঁছে দিয়েছে বাংলাদেশ ডাক বিভাগ।

অনুষ্ঠানে ই-পোস্ট কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশের ৬৪টি জেলা ডাকঘরে ই-কমার্স পণ্যের ডেলিভারি সেবা দিতে ১০০টি স্মার্টফোনও হস্তান্তর করা হয়। উপস্থিত ছিলেন ই-ক্যাব সভাপতি শমী কায়সার, বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মণ্ডল, ই-ক্যাব সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল প্রমুখ।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: