facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১০ জানুয়ারি শুক্রবার, ২০২৫

Walton

ই-ভ্যালির সিওও হলেন তারিকুল কামরুল


০৩ ফেব্রুয়ারি ২০২১ বুধবার, ০৪:৫৩  পিএম

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিজনেস24.কম


ই-ভ্যালির সিওও হলেন তারিকুল কামরুল

দেশের অন্যতম বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি’তে চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে যোগ দিয়েছেন এইচ এম তারিকুল কামরুল।

তারিকুল কামরুলের বহুজাতিক কোম্পানিসহ দেশের বৃহৎ কোম্পানিগুলোতে ১৭ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে। ইভ্যালিতে যোগদানের আগে তিনি লিংক থ্রি টেকনোলজিস লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, রবি আজিয়াটা লিমিটেড, এমজিএইচ গ্রুপ, ট্রান্সকম লিমিটেডের মতো স্বনামধন্য প্রতিষ্ঠান গুলোতে সুনামের সাথে তার কর্মজীবন অতিবাহিত করেছেন।

তারিকুল কামরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেছেন। তিনি বাংলাদেশি মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও ডিজিটালাইজড করার জন্য ইভালির মাধ্যমে অনেক নতুন আকর্ষণীয় অ্যাপভিত্তিক সার্ভিস চালু করার সাথে সাথে ইভ্যালি’র ইকমার্স ব্যবসায় প্রসারে গতি আনতে বিশেষ মনোনিবেশ করবেন।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: