facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল রবিবার, ২০২৫

Walton

ঈদের আগ মুহূর্তে খামারির ১৪ গরু চুরি


০৬ জুন ২০২৪ বৃহস্পতিবার, ১০:৪৯  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


ঈদের আগ মুহূর্তে খামারির ১৪ গরু চুরি

চাঁদপুরের ফরিদগঞ্জে কোরবানির ঈদের আগ মুহূর্তে এক প্রবাসীর খামার থেকে ১৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। গত ৩১ মে উপজেলার সুবিদপুর এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় কুয়েত ফেরত মো. আব্দুল কুদ্দুস (৫০) ১ জুন দুপুরে ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

মো. আব্দুল কুদ্দুস সুবিদপুর পূর্ব ইউনিয়নের সুবিদপুর গ্রামের লকিত উল্যার ছেলে। তিনি জানান, শুক্রবার দিনগত রাত ৪টার দিকে নামাজ পড়ার উদ্দেশ্যে বের হতে গিয়ে দরজা বাইরে থেকে আটকানো পান কুদ্দুস। পরে তিনি তার ছোট ভাই আব্দুর রহিমকে ফোন দিয়ে দরজা খুলতে বলেন। দরজা খুলে গোয়ালঘরে গিয়ে দেখেন তালা ভাঙা এবং গোয়াল ঘরে থাকা ছোট-বড় ১৪টি গরু নেই।

এদিকে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দেসহ পুলিশের একটি টিম। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার (অতিরিক্ত দায়িত্ব) অফিসার ইনচার্জ মিন্টু দত্ত জানান, উপজেলা নির্বাচন থাকায় পুলিশ পুরোপুরি তদন্ত করতে পারিনি। নির্বাচন শেষ, এখন বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: