facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০১ এপ্রিল মঙ্গলবার, ২০২৫

Walton

ঈদের ছুটির পর শেয়ারবাজারে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে


২৭ মার্চ ২০২৫ বৃহস্পতিবার, ১২:১২  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


ঈদের ছুটির পর শেয়ারবাজারে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে

মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর উদযাপনের জন্য দেশের শেয়ারবাজার আগামী ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে ঈদের ছুটির পর শেয়ারবাজারে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে।

নতুন নিয়ম অনুযায়ী, শেয়ার বাজারে নতুন কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও অনুমোদনের সিদ্ধান্ত এখন থেকে স্টক এক্সচেঞ্জগুলোই নেবে। এর মানে, কোনো কোম্পানির আইপিও প্রস্তাব যদি স্টক এক্সচেঞ্জ বাতিল করে, তবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড স্টক এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সেই কোম্পানির আইপিও অনুমোদন দিতে পারবে না।

এই বিষয়ে শেয়ার বাজার সংস্কারের জন্য গঠিত টাস্কফোর্স সম্প্রতি বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের কাছে সুপারিশ জমা দিয়েছে। সুপারিশে বলা হয়েছে, ব্যাংক থেকে ১ হাজার কোটি টাকা বা তার বেশি ঋণ নেব এমন কোম্পানির শেয়ার বাজারে তালিকাভুক্তি বাধ্যতামূলক হবে। এছাড়া, স্থির মূল্য পদ্ধতিতে ৩০ কোটি টাকার কম মূলধনের কোনো কোম্পানি মূল বাজারে তালিকাভুক্ত হতে পারবে না এবং বুক বিল্ডিং পদ্ধতিতে ৫০ কোটি টাকার কম মূলধনের কোনো কোম্পানির মূল বাজারে তালিকাভুক্তি হবে না।

আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য বাকি ৫০ শতাংশ শেয়ার বরাদ্দ রাখার প্রস্তাবও করা হয়েছে। এছাড়া, সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে ৫ শতাংশ শেয়ার প্রবাসী বাংলাদেশিদের জন্য এবং বাকি ৪৫ শতাংশ দেশে বসবাসকারী বিনিয়োগকারীদের জন্য রাখা হবে।

টাস্কফোর্সের সদস্যরা উল্লেখ করেছেন যে, এই সুপারিশের মাধ্যমে শেয়ারবাজারের সুশাসন এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পাবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

শেয়ারবাজার -এর সর্বশেষ