২৩ মে ২০২৪ বৃহস্পতিবার, ১০:৫৫ এএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
![]() |
ফেনীর সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জহির উদ্দিন মাহমুদ লিপটনকে হাঁস-মুরগি, কবুতর ও শাক-সবজি উপহার দিয়েছেন নারী ভোটাররা।
বুধবার (২২ মে) দুপুরে সোনাগাজী পৌরসভার ৫নং ওয়ার্ডে দোয়াত-কলম মার্কার সমর্থনে নির্বাচনি প্রচারে যান উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন।
পথসভায় লিপটনকে কাছে পেয়ে নারী ভোটাররা খুশি হয়ে তাদের নিজেদের উৎপাদিত শাক-সবজি (লাউ, মিষ্টি কুমড়া, নারিকেল), ঘরে পোষা হাঁস-মুরগি, কবুতর, ডিম ইত্যাদি উপহার দেন।
এসব উপহার পেয়ে চেয়ারম্যান প্রার্থী জহির উদ্দিন মাহমুদ লিপটন বলেন, নিজেদের উৎপাদিত এসব পণ্য আমার হাতে তুলে দিয়ে আপনারা আমাকে কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন। আগামীতেও আপনাদের দোয়া ও ভালোবাসা কাম্য।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।