১৮ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার, ১০:৩৩ এএম
নিজস্ব প্রতিবেদক
চালকদের জন্য নতুন নিয়ম করেছে রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবার। আগামী সপ্তাহ থেকে চালকরা নির্দিষ্ট সময়ের বাইরে উবার গাড়ি চালাতে পারবেন না। চালক ও যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করেই উবার এ সিদ্ধান্ত নিয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, লাইসেন্সধারী যে কোনো চালককে ১০ ঘণ্টা গাড়ি চালানোর পর টানা ছয় ঘণ্টা বিশ্রাম নিতে হবে। এ সময়ের আগে চালক ট্রিপ নিতে চাইলে অ্যাপে লগ ইন করা যাবে না।
উবারের পলিসি বিভাগের প্রধান অ্যান্ড্রু বার্ন জানিয়েছেন, ড্রাইভাররা প্রতি সপ্তাহে ৩০ ঘণ্টা উবার অ্যাপে লগ ইন করে থাকেন। আমরা শুধু এটাই নিশ্চিত করতে চাই যে গাড়ি চালানোর সময় ড্রাইভাররা যাতে ক্লান্ত না হয়ে পড়েন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।