২৮ জানুয়ারি ২০২৪ রবিবার, ১২:৪৫ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
![]() |
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৩ জুলাই শুরু হতে পারে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি তথ্য ছড়িয়ে পড়েছে। তবে এ তথ্যের কোনও ভিত্তি নেই বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বিষয়ে যেকোনও তথ্য জানতে ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।
ফেসবুকে ছড়ানো প্রায় একই ধরনের স্ট্যাটাসে লেখা হয়েছে, ‘হট ব্রেকিং। এইচএসসি ২০২৪ এর পরীক্ষা শুরুর সম্ভাব্য সময়সূচি জুলাই মাসের ৩ তারিখ।’ বিভিন্ন ফেসবুক পেজ, গ্রুপ এবং ব্যক্তিগত আইডি থেকে এ তথ্য ছড়ানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার রোববার (২৮ জানুয়ারি) বলেন, ‘এ ধরনের কোনও তথ্য আমরা প্রকাশ করিনি। ওয়েবসাইটেও দেয়া হয়নি।’
তিনি বলেন, ‘কোনও সিদ্ধান্ত নেয়া হলে তা ওয়েবসাইটে জানিয়ে দেয়া হয়। কোনও তথ্য জানতে হলে সবাইকে সেখানে দেখতে হবে। কারা এ তথ্য ছড়াচ্ছে, তাও জানি না।’
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।