১৯ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার, ০২:৪৬ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
এইচএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৬ জুন থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে ১০ আগস্ট পর্যন্ত চলবে। এরপর ১১ আগস্ট থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ২১ আগস্ট পর্যন্ত চলবে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দারের সই করা সময়সূচি প্রকাশ করা হয়।
সকাল ১০টার পরীক্ষা:
দুপুর ২টার পরীক্ষা:
সঠিক নিয়ম মেনে পরীক্ষা হলে প্রবেশ এবং নির্দেশনা অনুসরণ করাই ভালো ফলাফল অর্জনের চাবিকাঠি। পরীক্ষার প্রস্তুতির জন্য সময়সূচি অনুযায়ী পরিকল্পিতভাবে পড়াশোনা করা প্রয়োজন। পরীক্ষার দিন যেন কোনো ধরনের সমস্যায় না পড়তে হয়, সে জন্য প্রয়োজনীয় কাগজপত্র এবং উপকরণ প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।