facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ ফেব্রুয়ারি শনিবার, ২০২৫

Walton

এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা: জেনে নিন বিস্তারিত নির্দেশনা


১৯ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার, ০২:৪৬  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা: জেনে নিন বিস্তারিত নির্দেশনা

এইচএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৬ জুন থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে ১০ আগস্ট পর্যন্ত চলবে। এরপর ১১ আগস্ট থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ২১ আগস্ট পর্যন্ত চলবে।

পরীক্ষার সময়সূচি প্রকাশ

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দারের সই করা সময়সূচি প্রকাশ করা হয়।

পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

  • পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের হলে প্রবেশ করতে হবে।
  • পরীক্ষার বিন্যাস: প্রথমে বহুনির্বাচনি (এমসিকিউ), পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
    • ৩০ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার সময় ৩০ মিনিট
    • ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩০ মিনিট
    • ২৫ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার সময় ২৫ মিনিট
    • ৫০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট
  • পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

পরীক্ষার সূচি

  • সকাল ১০টার পরীক্ষা:

    • সকাল ৯:৩০ – উত্তরপত্র ও ওএমআর শিট বিতরণ
    • সকাল ১০:০০ – বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ
    • সকাল ১০:৩০ – বহুনির্বাচনি উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ
    • ২৫ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে বহুনির্বাচনি উত্তরপত্র সংগ্রহ সকাল ১০:২৫-এ
  • দুপুর ২টার পরীক্ষা:

    • দুপুর ১:৩০ – উত্তরপত্র ও ওএমআর শিট বিতরণ
    • দুপুর ২:০০ – বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ
    • দুপুর ২:৩০ – বহুনির্বাচনি উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ
    • ২৫ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে বহুনির্বাচনি উত্তরপত্র সংগ্রহ দুপুর ২:২৫-এ

পরীক্ষার অন্যান্য নিয়মাবলি

  • প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।
  • পরীক্ষার্থীদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সংগ্রহ করতে হবে।
  • সরবরাহকৃত উত্তরপত্রে পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি সঠিকভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে।
  • উত্তরপত্রে কোনোভাবেই মার্জিনের মধ্যে লেখা বা ভাঁজ করা যাবে না।
  • তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।
  • পরীক্ষার্থীরা শুধুমাত্র রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লেখিত বিষয়গুলোর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
  • পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ।

পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা

সঠিক নিয়ম মেনে পরীক্ষা হলে প্রবেশ এবং নির্দেশনা অনুসরণ করাই ভালো ফলাফল অর্জনের চাবিকাঠি। পরীক্ষার প্রস্তুতির জন্য সময়সূচি অনুযায়ী পরিকল্পিতভাবে পড়াশোনা করা প্রয়োজন। পরীক্ষার দিন যেন কোনো ধরনের সমস্যায় না পড়তে হয়, সে জন্য প্রয়োজনীয় কাগজপত্র এবং উপকরণ প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

শিক্ষা -এর সর্বশেষ