facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৮ অক্টোবর শুক্রবার, ২০২৪

Walton

এইচএসসি পরীক্ষা পেছানোর ভুয়া নোটিশ নিয়ে যা জানাল মন্ত্রণালয়


০১ জুন ২০২৪ শনিবার, ১১:৩৮  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


এইচএসসি পরীক্ষা পেছানোর ভুয়া নোটিশ নিয়ে যা জানাল মন্ত্রণালয়

এইচএসসি পরীক্ষা এক মাস পেছানোর বিষয়ে একটি নোটিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে। শিক্ষা মন্ত্রণালয় বলছে, নোটিশটি ভুয়া। পরীক্ষা পেছানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশারের স্বাক্ষর ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া নোটিশটি শুক্রবার ছড়ানো হয়।

তাতে বলা হয়, ‘আগাম ঘূর্ণিঝড়, বন্যা ও দুই দফা ছাত্রছাত্রীদের দেশব্যাপী আন্দোলোনের ওপর ভিত্তি করে আগামী ৩০ জুন অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা আগামী ৩০ জুলাই বোর্ড কর্তৃক প্রদত্ত শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, শিগগিরই ২০২৪ সালের ৩০ জুলাই অনুষ্ঠিতব্য পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশিত হবে। ’

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, পরীক্ষা আগের রুটিন অনুযায়ী হবে। পরীক্ষা পেছানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: