১৮ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার, ১১:০২ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
স্বপ্নের পেছনে ছুটতে কতকিছুই না করতে হয়! আফগানিস্তানের তারকা ক্রিকেটার রহমানউল্লাহ গুরবাজ আজ আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত মুখ, ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও রয়েছে তাঁর ব্যাপক চাহিদা। তবে এই সফলতার পেছনে লুকিয়ে আছে এক সংগ্রামী গল্প—একটা ব্যাট কেনার জন্য গোপনে কাজ করতে হয়েছিল তাঁকে।
গুরবাজের ক্রিকেটযাত্রা শুরুটা মোটেই সহজ ছিল না। একসময় নিজের কোনো ব্যাটই ছিল না তাঁর। সেই সময়ের কথা স্মরণ করে গুরবাজ ক্রিকইনফোকে বলেন, ‘আমাদের অনেক বড় পরিবার, একবার একটা অনুষ্ঠানে ভাই আমাকে চা আনতে বলেছিল। কিন্তু আমি ক্রিকেট খেলায় মেতে গিয়ে ভুলে যাই। রাগে ভাই আমার ব্যাটটাই ভেঙে ফেলে!’
তবে সেই ভাই-ই পরে গুরবাজকে সমর্থন দেন, বুঝতে পারেন যে ছোট ভাই ক্রিকেটার হতে চায়। কিন্তু পরিবার তাঁকে চেয়েছিল ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানাতে। গুরবাজের বাবা, যিনি ছিলেন স্কুলের প্রধান শিক্ষক, চাইতেন ছেলে পড়াশোনায় মনোযোগ দিক। কিন্তু ক্রিকেটের প্রেমে পড়ে গুরবাজ নিজের পথ বদলে ফেলেন।
শুরুতে টেপ বল ক্রিকেট দিয়ে নিজের প্রতিভা দেখানো গুরবাজ পরে জাতীয় দলে জায়গা করে নেন। তবে পথচলাটা ছিল কণ্টকময়। অনূর্ধ্ব-১৯ দলে খেলার সময়ও নিজের ব্যাট ছিল না তাঁর। অর্থের টানাপোড়েনের কারণে একসময় গোপনে নির্মাণকাজের কন্ট্রাক্টরের কাছে কাজও চেয়েছিলেন তিনি। গুরবাজ বলেন, ‘আমি তাকে বলেছিলাম, তোমার হয়ে কাজ করব, কিন্তু কাউকে জানানো যাবে না। আমার বাবা-ভাই কাজ করতে দেবে না। যা বেতন দাও, তার অর্ধেক দিলেই চলবে, শুধু যেন ব্যাট কিনতে পারি।’
সংগ্রামের সেই দিনগুলো পেরিয়ে আজ তিনি স্বপ্নপূরণের জায়গায় পৌঁছেছেন। গুরবাজ বলেন, ‘আমি অনেক কষ্ট করেছি, চাপ সহ্য করেছি, বিশেষ করে আর্থিকভাবে। কিন্তু দিন শেষে স্বপ্ন সত্যি হয়েছে—আমি আফগানিস্তানের হয়ে খেলতে পেরেছি, দেশের জন্য কিছু করতে পেরেছি।’
একটা ব্যাটের জন্য অর্ধেক পারিশ্রমিকে কাজ করা সেই ছেলেটাই আজ আফগানিস্তানের গর্বিত তারকা! স্বপ্নপূরণের পথে লড়াই কখনো বৃথা যায় না—গুরবাজের গল্প সেটাই প্রমাণ করে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।