১২ মার্চ ২০২৫ বুধবার, ০৩:০৮ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
সূচকের উত্থানে লেনদেন সাড়ে ৪’শ কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১২ মার্চ) মূল্যসূচকের উত্থানে লেনদেন ৪৫০ কোটি টাকা ছাড়িয়েছে। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৬ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২১৬ পয়েন্টে।
অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৬ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৪ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৯৯ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৪৫২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪১২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার।
আজ লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮২ টির, কমেছে ১৩৮ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৭৭ টি কোম্পানির বাজারদর।
লেনদেনের শীর্ষ লাভেলো
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১২ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাভেলো। আজ কোম্পানিটির ২৮ কোটি ৯৫ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন । কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৩৬ লাখ ৫১ হাজার টাকার।
১৫ কোটি ৬২ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে খান বাদ্রার্স।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বিচ হ্যাচারী , লিন্ডে বিডি , ফু-ওয়াং ফুডস, গোল্ডেন হারভেষ্ট, আলিফ ইন্ডাট্রিজ , রবি আজিয়াটা এবং হাক্কানী পাল্প।
দর বৃদ্ধির শীর্ষ গোল্ডেন হারভেস্ট
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১২ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯১ টির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১ টাকা ৩০ পয়সা বা ১০.০০ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এস আলম কোল্ড রোল্ড স্ট্রিল এর শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ২ টাকা ২০ পয়সা বা ১০.০০ শতাংশ।
আর ১০ টাকা বা ৯.৯৫ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে হামি ইন্ডাস্ট্রিজ ।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন ৯.৭১ শতাংশ, কাট্টালি টেক্সটাইল ৯.৬২ শতাংশ, শ্যামপুর সুগার মিলস ৯.৪৬ শতাংশ, ইবিএল ১ম মিউচুয়াল ফান্ড ৮.১৬ শতাংশ, ডিবিএইচ ১ম মিউচুয়াল ফান্ড ৫.৭১ শতাংশ, ইসলামীক ফাইন্যান্স ৫.৬০ শতাংশ ও সাউথ ইষ্ট ব্যাংক ৫.৪৯ শতাংশ দর বেড়েছে।
বেক্সিমকো গ্রুপের প্রশাসক নিয়োগ বাতিল
দেশের অন্যতম শিল্প গ্রুপ বেক্সিমকো গ্রুপে নিয়োগ করা প্রশাসক বাতিল করেছে হাইকোর্ট। আজ কোর্ট এই রায় দিয়েছেন।
বেক্সিমকোর মোট প্রতিষ্ঠান ১৮৯ টি।তবে পাবলিক লিমিটেড হিসেবে নিবন্ধিত ১৬৯টি প্রতিষ্ঠান।
বেক্সিমকো গ্রুপে রিসিভার নিয়োগ বাতিল করে নিজস্ব তত্বাবোধায়নে প্রতিষ্ঠান পরিচালনার আদেশ দিয়ে রায় দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায়ের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
রায়ে ৯টি পর্যবেক্ষণে আদালতে বলেছে, বেক্সিমকোর হাজার হাজার কর্মীর স্বার্থে প্রতিষ্ঠানগুলো তাদের দ্বারাই পরিচালিত হওয়া উচিৎ। তবে এরই মধ্যে নিয়োগ দেয়া রিসিভার কর্তৃক যেসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা বৈধ বলে গণ্য হবে। এছাড়া এই রায়ে বাংলাদেশ ব্যাংকসহ অন্য নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোকে বেক্সিমকো গ্রুপের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে সঠিকভাবে নজরদারি করতে নির্দেশ দেয়া হয়েছে।
রায়ের পর আইনজীবীরা জানান, বেক্সিমকো গ্রুপের মোট ১৮৯ টি ব্যবসা প্রতিষ্ঠান এর মধ্যে পাবলিক লিমিটেড কোম্পানী হিসেবে ১৬৯টি নিবন্ধিত। গত আগস্টে করা এক রিটের প্রেক্ষিতে এসব কোম্পানির ব্যবসা পরিচালনায় ৬ মাসের জন্য রিসিভার নিয়োগ দেয় হাইকোর্ট। একই সাথে রুল জারি করে আদেলত। পরে আপিল বিভাগ থেকে আদেশে কেবল বেক্সিমকো ফার্মার রিসিভার নিয়োগ বাতিল হয়। আজ হাইকোর্টের রায়ে বাকি ১৬৮ টি প্রতিষ্ঠানের রিসিভার নিয়োগও বাতিল হল।
ইস্টার্ণ ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইস্টার্ণ ব্যাংক পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২০ মার্চ দুপুর ২ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
সভায় বিদায়ী হিসাসবছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সৈয়দ মনজুর এলাহীর মৃত্যুতে ডিএসইর শোক
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গভীর শোক প্রকাশ করেছে অ্যাপেক্স ইনভেস্টমেন্টস লিমিটেডের চেয়ারম্যান, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন পরিচালক এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে। তিনি আজ, ১২ মার্চ ২০২৫ তারিখে সিঙ্গাপুরের গ্লেনইগলস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সকাল ৭:৩১ এ ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনা করা হয়।
সৈয়দ মঞ্জুর এলাহী একজন বিশিষ্ট শিল্পপতি এবং ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি অ্যাপেক্স ইনভেস্টমেন্টস লিমিটেডের চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন পরিচালক হিসেবে তার অবদান ছিল অসামান্য। এছাড়া তিনি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।
এছাড়া, তিনি দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং স্টক এক্সচেঞ্জের সাথে যুক্ত থেকে বিনিয়োগ ব্যবস্থাপনায় নানা উন্নয়ন সাধন করেছিলেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে এই শোকের দিনে তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং সকল টিআরইসি হোল্ডার এবং শুভানুধ্যায়ী ব্যক্তিদের তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার আহ্বান জানানো হয়েছে।
এটি ছিল বাংলাদেশে অর্থনৈতিক এবং ব্যবসায়িক খাতে এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের প্রয়াণ, যা অনেককে শোকাহত করেছে।
পূবালী ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের লেনদেন বন্ধ কাল
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি পূবালী ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের শেয়ার বৃহস্পতিবার (১৩ মার্চ) লেনদেন বন্ধ থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রেকর্ড ডেট এর কারণে কোম্পানিটির শেয়ার লেনদেন রবিবার বন্ধ থাকবে। রেকর্ড ডেটের পর ১৬ মার্চ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।