২০ মার্চ ২০২৫ বৃহস্পতিবার, ১১:১৬ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
হিমাদ্রি লিমিটেডের শেয়ারদর উল্লম্ফন, নেই মূল্য সংবেদনশীল তথ্য
পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হিমাদ্রি লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। গত ৯ কার্যদিবসে কোম্পানির শেয়ারদর বেড়েছে প্রায় ৪৭ শতাংশ। তবে, এ বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, অস্বাভাবিক দরবৃদ্ধির কারণ জানতে চেয়ে ডিএসই নোটিশ পাঠালে কোম্পানিটি জানায়, কোনো গোপন বা মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর বাড়ছে।
গত ৬ মার্চ হিমাদ্রি লিমিটেডের শেয়ার দর ছিল ১,১৫৯ টাকা, যা ১৯ মার্চ বেড়ে দাঁড়িয়েছে ১,৭০০ টাকায়। ৯ কার্যদিবসে ৫৪১ টাকা বা ৪৬.৬৭ শতাংশ বৃদ্ধির ফলে বিনিয়োগকারীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
দেশবন্ধু পলিমারের ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশবন্ধু পলিমার লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেডের মূল্যায়নে কোম্পানিটির দীর্ঘমেয়াদী রেটিং ‘এ-’ এবং স্বল্পমেয়াদী রেটিং ‘এসটি-৩’ নির্ধারণ করা হয়েছে। ৩০ জুন ২০২৪ সমাপ্ত সময়ের নিরীক্ষিত তথ্যের ভিত্তিতে এই রেটিং নির্ধারিত হয়েছে।
প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
১৯ মার্চ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.২৩ টাকা, যা আগের বছর ছিল ১.৭৩ টাকা।
আগামী ২৭ মে সকাল ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে, যার জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ এপ্রিল।
বেক্সিমকো ফার্মার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান
বেক্সিমকো ফার্মা করোনার ভ্যাকসিন কেনাকাটায় দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করেছে। বুধবার এক বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানায়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অতিরঞ্জিত ও মানহানিকর।
বেক্সিমকো ফার্মার দাবি, তারা ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে ১.৫ কোটি কোভিশিল্ড ভ্যাকসিন ডোজ কিনে সরকারকে সরবরাহ করেছিল। তবে, সংবাদমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে যে, প্রতিষ্ঠানটি ২২,০০০ কোটি টাকার দুর্নীতির তদন্তের আওতায় রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনার সময় ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে বেক্সিমকো ফার্মা সরকারের সঙ্গে কাজ করেছে এবং আন্তর্জাতিক নীতিমালা অনুসরণ করেই কার্যক্রম পরিচালনা করেছে।
বিএসইসিকে শক্তিশালী করতে চার সদস্যের কমিটি গঠন
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) আরও শক্তিশালী করতে সরকার চার সদস্যের কমিটি গঠন করেছে।
কমিটির প্রধান হিসেবে থাকছেন প্রধান উপদেষ্টার প্রতিমন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, অধ্যাপক এম সাদিকুল ইসলাম, বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব।
কমিটি শেয়ারবাজারের নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ কার্যক্রম জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাজার স্থিতিশীলতার জন্য সুপারিশ করবে। পাশাপাশি, বাজারে তারল্য বৃদ্ধি এবং কর্পোরেট সুশাসন উন্নত করার উপায় খুঁজবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।