facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৬ এপ্রিল বুধবার, ২০২৫

Walton

একবছরের মধ্যে সর্বনিম্ন দামে ৯ শেয়ার


১৩ এপ্রিল ২০২৫ রবিবার, ০৯:০৯  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


একবছরের মধ্যে সর্বনিম্ন দামে ৯ শেয়ার

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানি শেয়ার বর্তমানে ৫২ সপ্তাহে বা এক বছরের মধ্যে সর্বনিম্ন দামে লেনদেন হচ্ছে। কোম্পানিগুলোর শেয়ার নিয়ে বিনিয়োগকারীরা মহা বিপাকে। অনেকে শেয়ারগুলো নিয়ে পথে বসে গেছে।

কোম্পানিগুলোর মধ্যে ৫টি হলো ব্যাংক খাতের, ১টি লিজিং খাতের, ২টি ইন্স্যুরেন্স খাতের এবং ১টি তথ্য প্রযুক্তি খাতের।

শেয়ারগুলো হলো-আমরা টেকনোলজি, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনআবিসি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, পাইওনিয়ার ইন্স্যুরেন্স ও ইউনিয়ন ক্যাপিটাল । স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।

এক্সিম ব্যাংক

এক্সিম ব্যাংকের শেয়ার বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৬ টাকা ৫০ পয়সা থেকে ৬ টাকা ৫০ পয়সা। দিনশেষে ক্লোজিং হয়েছে ৬ টাকা ৫০ পয়সায়। ৫২ সপ্তাহের মধ্যে এটি কোম্পানিটির সর্বনিম্ন ক্লোজিং দাম। উল্লেখ্য, সর্বশেষ ২০২৩ সালে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

ফার্স্ট সিকিউরিটি ব্যাংক

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের শেয়ার বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৪ টাকা ৭০ পয়সা থেকে ৪ টাকা ৮০ পয়সা। লেনদেন শেষে ক্লোজিং হয়েছে ৪ টাকা ৬০ পয়সায়। ৫২ সপ্তাহের মধ্যে এটি কোম্পানিটির সর্বনিম্ন ক্লোজিং দাম। উল্লেখ্য, সর্বশেষ ২০২৩ সালে কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছে।

ন্যাশনাল ব্যাংক

ন্যাশনাল ব্যাংকের শেয়ার বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৩ টাকা ৯০ পয়সা থেকে ৪ টাকা ১০ পয়সা। লেনদেন শেষে ক্লোজিং হয়েছে ৩ টাকা ৯০ পয়সায়। ৫২ সপ্তাহের মধ্যে এটি কোম্পানিটির সর্বনিম্ন ক্লোজিং দাম। উল্লেখ্য, সর্বশেষ ২০২০ সালে ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছিল। এরপর থেকে কোম্পানিটি ডিভিডেন্ড দিতে পারছে না।

এনআরবিসি ব্যাংক

এনআরবিসি ব্যাংকের শেয়ার বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৭ টাকা ৮০ পয়সা থেকে ৮ টাকা। লেনদেন শেষে ক্লোজিং হয়েছে ৭ টাকা ৯০ পয়সায়। ৫২ সপ্তাহের মধ্যে এটি কোম্পানিটির সর্বনিম্ন ক্লোজিং দাম।উল্লেখ্য, সর্বশেষ ২০২৩ সালে কোম্পানিটি ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

স্ট্যান্ডার্ড ব্যাংক

স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ার বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৫ টাকা ৮০ পয়সা থেকে ৫ টাকা ৯০ পয়সা। লেনদেন শেষে ক্লোজিং হয়েছে ৫ টাকা ৯০ পয়সায়। ৫২ সপ্তাহের মধ্যে এটি কোম্পানিটির সর্বনিম্ন ক্লোজিং দাম। উল্লেখ্য, সর্বশেষ ২০২৩ সালে কোম্পানিটি ২.৫০ শতাংশ ক্যাশ ও ২.৫০ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছে।

সিটি জেনারেল ইন্স্যুরেন্স

সিটি জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৩২ টাকা ৭০ পয়সা থেকে ৩৩ টাকা ৮০ পয়সা। লেনদেন শেষে ক্লোজিং হয়েছে ৩২ টাকা ৯০ পয়সায়। ৫২ সপ্তাহের মধ্যে এটি কোম্পানিটির সর্বনিম্ন ক্লোজিং দাম। উল্লেখ্য, সর্বশেষ ২০২৪ সালে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

পাইওনিয়ার ইন্স্যুরেন্স

পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ার বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৪০ টাকা ৬০ পয়সা থেকে ৪১ টাকা ২০ পয়সা পর্যন্ত। লেনদেন শেষে শেষে ক্লোজিং হয়েছে ৪০ টাকা ৭০ পয়সায়। ৫২ সপ্তাহের মধ্যে এটি কোম্পানিটির সর্বনিম্ন ক্লোজিং দাম। উল্লেখ্য, সর্বশেষ ২০২৪ সালে কোম্পানিটি ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

ইউনিয়ন ক্যাপিটাল

ইউনিয়ন ক্যাপিটালের শেয়ার বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৫ টাকা ৭০ পয়সা থেকে ৫ টাকা ৯০ পয়সা। লেনদেন শেষে ক্লোজিং হয়েছে ৫ টাকা ৮০ পয়সায়। ৫২ সপ্তাহের মধ্যে এটি কোম্পানিটির সর্বনিম্ন ক্লোজিং দাম। উল্লেখ্য, সর্বশেষ ২০১৮ সালে কোম্পানিটি ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছিল। এরপর থেকে আর কোন ডিভিডেন্ড দেয়নি।

আমরা টেকনোলজি

আমরা টেকনোলজির শেয়ার বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১৪ টাকা ৪০ পয়সা থেকে ১৪ টাকা ৭০ পয়সা। লেনদেন শেষে ক্লোজিং হয়েছে ১৪ টাকা ৪০ পয়সায়। ৫২ সপ্তাহের মধ্যে এ দাম কোম্পানিটির সর্বনিম্ন ক্লোজিং দাম। উল্লেখ্য, সর্বশেষ ২০২৪ সালে কোম্পানিটি ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: