facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০২ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫

Walton

একাত্তরের স্বপ্ন ব্যর্থতার দায় এক দলের: আসিফ নজরুল


১৪ ডিসেম্বর ২০২৪ শনিবার, ১২:৩০  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


একাত্তরের স্বপ্ন ব্যর্থতার দায় এক দলের: আসিফ নজরুল

 

প্রথম পর্ব: একাত্তরের আত্মত্যাগ ও বর্তমান বাস্তবতা

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে লাখো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করা হলেও, একটি দলের ব্যর্থতার কারণে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, "মুক্তিযোদ্ধারা দেশের প্রতি ভালোবাসা নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। তারই ধারাবাহিকতায় সাম্প্রতিক গণ-অভ্যুত্থানে ছাত্ররা জীবন বাজি রেখে গণতন্ত্র ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে।"

দ্বিতীয় পর্ব: ব্যর্থতার পুনরাবৃত্তি রোধে আহ্বান

আসিফ নজরুল আরও বলেন, "এক সময়ের ব্যর্থ মানসিকতা ও একটি দলের অপারগতার কারণেই আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার পথ রুদ্ধ হয়েছিল। সেই ব্যর্থতার পুনরাবৃত্তি যেন আর না হয়, তা নিশ্চিত করতে হবে।"

তিনি তরুণদের আত্মত্যাগের মূল্যায়নের আহ্বান জানিয়ে বলেন, "রাষ্ট্র গঠনের দ্বিতীয় সুযোগ যেন নষ্ট না হয়। শহীদ বুদ্ধিজীবী দিবসে এটিই আমাদের একমাত্র অঙ্গীকার হওয়া উচিত।"

তৃতীয় পর্ব: শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য

আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি বাহিনী তাদের দোসরদের সহায়তায় বাংলার মেধাবী সন্তানদের নির্মমভাবে হত্যা করে।

শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, সাহিত্যিকসহ বিভিন্ন পেশার মানুষদের হত্যার মাধ্যমে তারা জাতিকে মেধাশূন্য করার চক্রান্ত চালিয়েছিল। রায়েরবাজার ইটখোলা ও মিরপুর বধ্যভূমিসহ দেশের বিভিন্ন স্থানে তাদের ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়।

আজ সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এছাড়া, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টার নেতৃত্বে শহীদ পরিবারের সদস্য ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল থেকেই সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানাচ্ছেন।

"শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ আমাদের প্রেরণার উৎস, আর সেই আত্মত্যাগের মূল্যায়ন করতে হলে ব্যর্থতার পুনরাবৃত্তি রোধে সচেতন হতে হবে"—এমনটাই মনে করেন বিশ্লেষকরা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

রাজনীতি -এর সর্বশেষ