facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫

Walton

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ


১৭ সেপ্টেম্বর ২০২৩ রবিবার, ১০:১৪  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ

একাদশ শ্রেণিতে ভর্তিতে দ্বিতীয় ধাপের আবেদনের ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় নির্ধারিত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে প্রথম ধাপে নির্বাচিতদের মধ্যে যারা মাইগ্রেশনের আবেদন করেছিল তাদের ফলও প্রকাশ করা হয়েছে।

এক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের রোল নম্বর, বোর্ডের নাম, পাসের বছর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে অনলাইনে ফলাফল দেখতে পারবেন। এরপর দ্বিতীয় ধাপে কলেজ না পাওয়া শিক্ষার্থীরা পরবর্তীতে তৃতীয় ধাপে আবেদনের সুযোগ পাবেন। আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় ধাপে আবেদন করা যাবে।

শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে আগামী ২৬ সেপ্টেম্বর, যা ৫ অক্টোবর পর্যন্ত চলবে। এ বছর বিভিন্ন কলেজে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ফি নির্ধারণ করে দিয়েছে সরকার। এবার ভর্তির সর্বোচ্চ ফি ৮ হাজার ৫০০ টাকা। ভর্তি শেষে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবার কথা রয়েছে ৮ অক্টোবর।

একাদশ শ্রেণিতে এবার মোট আসন সংখ্যা ২৬ লাখ চার হাজার ৮৫৬টি। প্রথম ধাপে ১২ লাখ ৬১ হাজার ৭৯৭ জন শিক্ষার্থী ভর্তির নির্বাচিত হন। তাদের মধ্যে ভর্তি নিশ্চিত করেছেন ১০ লাখ ২৬ হাজার ৬৫৭ জন।

অন্যদিকে পছন্দক্রম জটিলতার কারনে আবেদন করেও প্রথম ধাপে নির্বাচিত হননি ৪৫ হাজারের বেশি শিক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীও রয়েছেন সাড়ে আট হাজারের বেশি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: