facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল রবিবার, ২০২৫

Walton

এক্সিম ব্যাংকের পর্ষদ ভেঙে পুনর্গঠন


২৯ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার, ০৭:০৩  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


এক্সিম ব্যাংকের পর্ষদ ভেঙে পুনর্গঠন

বেসরকারি খাতের এক্সিম ব্যাংক বা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একইসঙ্গে তিনজন শেয়ারহোল্ডারসহ ৫ পরিচালক নিয়োগ দিয়ে পরিচালনা পর্ষদের নতুন বোর্ড গঠন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক আদেশে বৃহস্পতিবার (২৯ আগস্ট) ব্যাংকটির পর্ষদ বাতিল করা হয়। একই আদেশে নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

পাঁচ সদস্যের নতুন পরিচালনা পর্ষদে আছেন— উদ্যোক্তা পরিচালক নজরুল ইসলাম স্বপন, নূরুল আমিন ও অঞ্জন কুমার সাহা। আর স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এস এম রেজাউল করিম এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট খন্দকার মামুনকে।

নতুন বোর্ড গঠনের মাধ্যমে দীর্ঘদিনের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী নাছরিন ইসলামকে সরিয়ে দেওয়া হলো। বিগত সরকারের সময়ে প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে তিনি ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন ‘বিএবি’র চেয়ারম্যানের পদ দখলে রাখেন।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এরই মধ্যে নাসা গ্রুপের নজরুল ইসলাম ও তার স্ত্রীর অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর নজরুল ইসলামকে আর প্রকাশ্যে দেখা যায়নি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

অর্থ ও বাণিজ্য -এর সর্বশেষ