০৯ এপ্রিল ২০২৫ বুধবার, ০৯:৫৮ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
শেয়ারবাজারে একদিনে এসেছে নানা চমক। কোথাও নিষেধাজ্ঞা, কোথাও কারখানা বন্ধ, আবার কোথাও লেনদেনের রেকর্ড।
বিনিয়োগকারীদের টাকা আত্মসাত ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মাল্টি সিকিউরিটিজের সিইও হাসান তাহের ইমাম, তার স্ত্রী ও ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ এ আদেশ দেন। অভিযোগ, তারা কোটি কোটি টাকার অবৈধ সম্পদ গড়েছেন দেশ-বিদেশে।
এদিকে, নিউলাইন ক্লোথিংসের কারখানা সরেজমিনে বন্ধ পেয়েছে ডিএসই। কোম্পানিটির তথ্য প্রকাশে অনিয়ম থাকায় তদন্তে নামে কর্তৃপক্ষ।
অন্যদিকে, আইডিএলসি ফাইন্যান্স তাদের পর্ষদ সভার নতুন তারিখ ঘোষণা করেছে। ১৩ এপ্রিল অনুষ্ঠিতব্য এ সভায় নিরীক্ষিত প্রতিবেদন ও সম্ভাব্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
ডিএসইর ব্লক মার্কেটে আজ লেনদেন হয়েছে ১৯ কোটি টাকার বেশি। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংক এশিয়ার, এরপর আছে মার্কেন্টাইল ব্যাংক ও খান ব্রাদার্স।
দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। এছাড়া সেন্ট্রাল ফার্মা, ফু-ওয়াং ফুডসহ বেশ কিছু কোম্পানির শেয়ারেরও বড় দরপতন হয়েছে।
অন্যদিকে, দরবৃদ্ধিতে চমক দেখিয়েছে বিডি ল্যাম্পস, ডেসকো ও হাইডেলবার্গ সিমেন্ট। ‘বনেদী’ খ্যাত এই শেয়ারগুলো আজ বাজারে আলোড়ন তোলে।
লেনদেনে শীর্ষে ছিল বেক্সিমকো ফার্মা, যার পরিমাণ ২৪ কোটিরও বেশি। দ্বিতীয় স্থানে শাইনপুকুর সিরামিকস ও তৃতীয় স্থানে বাংলাদেশ শিপিং কর্পোরেশন।
লাভেলোর এক উদ্যোক্তা পরিচালক ১ লাখ শেয়ার উপহার দিয়েছেন ভাইকে—ট্রেডিং সিস্টেমের বাইরে এই হস্তান্তর সম্পন্ন হয়েছে।
সবশেষে, সোশ্যাল ইসলামী ব্যাংকে নিয়োগ পেয়েছেন নতুন এমডি শফিউজ্জামান। ২৭ মার্চ তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
একদিনেই নানা ঘটনার ভিড়ে জমজমাট ছিল দেশের শেয়ারবাজার।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।