২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার, ০৯:৪৩ এএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
![]() |
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত এক বছর বা ৫২ সপ্তাহের মধ্যে ৭টি কোম্পানির শেয়ার সর্বনিম্ন দরে কেনাবেচা হচ্ছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো-সিটি জেনারেল ইন্সুরেন্স, গ্লোবাল ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ওরিয়ন ফার্মা, সিঙ্গার বিডি ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড।
কোম্পানিগুলোর শেয়ার ডিএসইতে সর্বশেষ (২০ ফেব্রুয়ারি) লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্সুরেন্স ৩৭ টাকা ২০ পয়সায়, গ্লোবাল ইসলামী ব্যাংক ৪ টাকায়, আইএফআইসি ব্যাংক ৬ টাকা ৭০ পয়সায়, ন্যাশনাল ব্যাংক ৪ টাকা ৬০ পয়সায়, ওরিয়ন ফার্মা ২৯ টাকা ৮০ পয়সায়, সিঙ্গার বিডি ১০০ টাকা ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট ৪২ টাকা ৪০ পয়সা।
গত এক বছরের মধ্যে কোম্পানিগুলোর শেয়ার সর্বোচ্চ লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্সুরেন্স ৯৩ টাকা ৯০ পয়সায়, গ্লোবাল ইসলামী ব্যাংক ৮ টাকা ৯০ পয়সায়, আইএফআইসি ব্যাংক ১৩ টাকা ৩০ পয়সায়, ন্যাশনাল ব্যাংক ৮ টাকা ৮০ পয়সায়, ওরিয়ন ফার্মা ৮৩ টাকায়, সিঙ্গার বিডি ১৫৪ টাকা ৮০ পয়সায় এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট ৬২ টাকা ২০ পয়সায়।
কোম্পানিগুলোর মধ্যে সর্বশেষ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে সিটি জেনারেল ইন্সুরেন্স ১০ শতাংশ ক্যাশ, গ্লোবাল ইসলামী ব্যাংক ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস, আইএফআইসি ব্যাংক ৫ শতাংশ বোনাস, ন্যাশনাল ব্যাংক ‘নো ডিভিডেন্ড’, ওরিয়ন ফার্মা ১০ শতাংশ ক্যাশ, সিঙ্গার বিডি ১০ শতাংশ ক্যাশ এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট ১৬ শতাংশ ক্যাশ।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।