০৯ জুলাই ২০১৬ শনিবার, ০৯:০২ পিএম
শেয়ার বিজনেস24.কম
যুক্তরাষ্ট্রে শ্রমবাজারে চাকরি প্রত্যাশিদের জন্য গত মে মাস ছিল চরম হতাশার। কিন্তু জুনে সে অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে দেশটি। এই সময়ে ২ লাখ ৮৭ হাজার মানুষ নতুন করে চাকরি পেয়েছে। মে মাসে এর পরিমাণ ছিল মাত্র ৩৮ হাজার। সে হিসেবে এক মাসের ব্যবধানে দেশটিতে কর্মসংস্থান বাড়লো ২ লাখ ৪৯ হাজার বা ৬৫৫ শতাংশ।
যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়, চাকরি বাজারে এই সফলতা যুক্তরাষ্ট্রের ‘উত্থান’ হিসেবে দেখছেন অর্থবিশ্লেষকরা। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ দিনের খরা কাটিয়ে যুক্তরাষ্ট্রের শ্রমবাজার যে দৃঢ় সংকল্পে এগিয়ে যাচ্ছে; এটি তারই ইঙ্গিত বহন করে।
এরপরও গত জুন মাস শেষে দেশটিতে এখন বেকারত্বের হার ৪.৯ শতাংশে অবস্থান করছে।
প্রতিবেদনে জানানো হয়, খাতভেদে কর্মসংস্থান বাড়ায় বিষয়ে যথেষ্ট তরতম্য রয়েছে। অর্থাৎ আলোচ্য সময়ে উৎপাদনমুখী শিল্প খাতে কর্মসংস্থান হয়েছে ১৬ হাজার লোকের। একই সময়ে অন্যান্য রিটেইল সেক্টরে চাকরি পেয়েছে ২৯ হাজার ৯০০ মানুষ। আর চিত্তবিনোদন ও অবকাশ খাতে চাকরি পেয়েছে ৫৯ হাজার জন।
বিশেষজ্ঞরা মনে করছেন, চাকরি বাজারে এই সুবাতাস দ্বিতীয় প্রান্তিকে দেশটির জিডিপি প্রবৃদ্ধিকে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে। একইসঙ্গে কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভকে ধীরে ধীরে সুদের হার বাড়ানোর পথে নিয়ে যাবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।