facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০১ নভেম্বর শুক্রবার, ২০২৪

Walton

এখনও যেভাবে সুপার এইটে যেতে পারে পাকিস্তান


১০ জুন ২০২৪ সোমবার, ০৭:২২  পিএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


এখনও যেভাবে সুপার এইটে যেতে পারে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপে খাদের কিনারায় চলে গিয়েছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের পর ভারতের বিপক্ষেও হেরেছে তারা। টানা দুই হারে বাবর-রিজওয়ানের টুর্নামেন্ট থেকে বিদায় প্রায় নিশ্চিত। যদিও এখনও কাগজে কলমে সুপার এইটে ওঠার আশা টিকে আছে ২০০৯ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের।

গ্রুপপর্বের ৪ ম্যাচের মধ্যে ২টি খেলে এখন পর্যন্ত কোনো পয়েন্ট নেই পাকিস্তানের, পয়েন্ট তালিকার অবস্থান চতুর্থ। এ গ্রুপে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ভারত সবার ওপরে। সমান ম্যাচে ৪ পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে। আর ২ ম্যাচে ১ জয় নিয়ে কানাডার অবস্থান তিন নম্বরে।

পাকিস্তান পরের দুটি ম্যাচ খেলবে কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে। কানাডার বিপক্ষে ম্যাচটি ১১ই জুন, আর আয়ারল্যান্ড ম্যাচটি হবে ১৬ই জুন। সুপার এইটে যেতে হলে এই দুই ম্যাচে শুধু নিজেরা বড় ব্যবধানে জিতলেই হবে না, পাকিস্তানকে চেয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলের দিকেও, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাকি দুই ম্যাচ হারতেই হবে।

সেক্ষেত্রে ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে উঠবে। পাকিস্তান আর যুক্তরাষ্ট্রের পয়েন্ট সমান হয়ে যাবে। দুটি দলের মধ্যে নেট রান রেটে যারা এগিয়ে থাকবে, সুপার এইটে উঠবে তারা। তবে যুক্তরাষ্ট্র যদি আয়ারল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে তখনই আসর থেকে পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে যাবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: