facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ ফেব্রুয়ারি শনিবার, ২০২৫

Walton

এডিএন ডিজিনেটের জন্য ব্র্যাক ব্যাংকের এমপ্লয়ি সুবিধা


১৩ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার, ০৯:২৮  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


এডিএন ডিজিনেটের জন্য ব্র্যাক ব্যাংকের এমপ্লয়ি সুবিধা

এডিএন ডিজিনেট লিমিটেডের কর্মকর্তারা উপভোগ করবে ব্র্যাক ব্যাংকের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা

এডিএন ডিজিনেট লিমিটেডের কর্মকর্তাদের জন্য উন্নত ব্যাংকিং সুবিধা প্রদানের লক্ষ্যে ব্র্যাক ব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষর করেছে।

এডিএন ডিজিনেট, একটি শীর্ষস্থানীয় সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, যেটি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য উদ্ভাবনী এবং কাস্টমাইজড সমাধান প্রদান করে থাকে। এই নতুন পার্টনারশিপের আওতায়, এডিএন ডিজিনেটের কর্মকর্তারা ব্র্যাক ব্যাংকের এমপ্লয়ি ব্যাংকিং প্রোগ্রাম থেকে একাধিক সুবিধা উপভোগ করবেন, যার মধ্যে স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, লোন সুবিধা, ডিপিএস, এফডি এবং অন্যান্য আকর্ষণীয় ব্যাংকিং সেবা অন্তর্ভুক্ত রয়েছে।

চুক্তিটি সম্প্রতি ব্র্যাক ব্যাংকের গুলশান প্রিমিয়াম ব্যাংকিং লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের সিনিয়র জোনাল হেড, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, এ.কে.এম. তারেক এবং এডিএন ডিজিনেটের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সৈয়দ সোহায়েল রেজা।

এই পার্টনারশিপটি ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য নতুন ধরনের সুবিধা নিশ্চিত করার এবং ব্যাংকিং অভিজ্ঞতা আরও উন্নত করার অঙ্গীকারকে প্রতিফলিত করে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: