facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ৩১ ডিসেম্বর মঙ্গলবার, ২০২৪

Walton

এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক পরিচালকের ব্যাংক হিসাব জব্দ


১৫ নভেম্বর ২০২৪ শুক্রবার, ০৫:৩১  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক পরিচালকের ব্যাংক হিসাব জব্দ
এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল এবং সাবেক পরিচালক ও জেনেক্স ইনফোসিসের চেয়ারম্যান আদনান ইমাম

এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল, ব্যাংকের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) জাফর ইকবাল হাওলাদার এবং সাবেক পরিচালক ও জেনেক্স ইনফোসিসের চেয়ারম্যান আদনান ইমামের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। তাঁদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।

এস এম পারভেজ তমাল বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখার সাধারণ সম্পাদক এবং ২০১৭ সালে এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। ব্যাংকটির পর্ষদ পুনর্গঠনের পর থেকে তিনি ব্যাংকটির সংস্কারের চেষ্টা করলেও বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে।

সূত্র জানায়, ২০১৮ সালের পর ব্যাংকটিতে অদক্ষ লোক নিয়োগ, পরিচালকদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ঋণ বিতরণ এবং অনিয়মিত কার্যক্রম পরিচালিত হয়। অভিযোগ রয়েছে, বাজেয়াপ্ত শেয়ার ক্রয় এবং এনজিও-নির্ভর ব্যবসার মাধ্যমে ব্যাংক পরিচালিত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ঘনিষ্ঠদের প্রভাবের কারণে অনিয়ম থাকা সত্ত্বেও দীর্ঘদিন ব্যবস্থা নেওয়া হয়নি।

৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে বিভিন্ন পর্যায়ের নেতা ও ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে এনআরবিসি ব্যাংকের বর্তমান চেয়ারম্যান, সাবেক পরিচালক এবং সিএফও’র ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: