facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৮ জানুয়ারি বুধবার, ২০২৫

Walton

এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমালের বিরুদ্ধে হত্যা মামলা


১৬ অক্টোবর ২০২৪ বুধবার, ০৯:৫৬  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমালের বিরুদ্ধে হত্যা মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাংলামোটরে মো. বেলাল হোসেন (রাব্বি) নামের যুবককে গুলি করে হত্যার অভিযোগে এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমালের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। এছাড়াও মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা দেড়শ জনকে আসামি করা হয়।

সোমবার (১৪ অক্টোবর) শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন নিহতের মা মোছা. জেসমিন আক্তার।

অন্য আসামিদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, ড. হাসান মাহমুদ, মো. আলী আরাফাত,জুনায়েদ আহমেদ পলক, মাহবুবুল আলম হানিফ, সজিব ওয়াজেদ জয়, শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবীর নানক, এ এস এম ফিরোজ আলম, মোহাম্মদ আব্দুল আউয়াল, , সাদ্দাম হোসেন, শেখ ওয়ালী আসিফ ইনান, মো. শহীদুল ইসলাম, মো. ফাহিম মোশাররফ, নজিবুল্লাহ হিরো এবং মো. মকবুল হোসেন।

এজাহার বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ আগস্ট বিকালে বাংলামোটর মোড়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালায় ও গুলিবর্ষণ করে। এতে বেলাল হোসেনের ঘাড়ে গুলি লাগে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ আগস্ট তার মৃত্যু হয়।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: