facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ ডিসেম্বর শুক্রবার, ২০২৪

Walton

এন্ড্রিক জাদুতে ব্রাজিলের জয়


০৯ জুন ২০২৪ রবিবার, ১০:০১  এএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


এন্ড্রিক জাদুতে ব্রাজিলের জয়

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেক্সিকোকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে এই প্রীতি ম্যাচে অংশ নেয় ব্রাজিল। প্রতিযোগিতাপূর্ণ ম্যাচে এন্ড্রিকের শেষ মুহুর্তের গোলে জয় পায় সেলেসাওরা।

ম্যাচের শুরু থেকেই বল দখলে নিয়ে খেলতে থাকে ব্রাজিল।৩০ সেকেন্ডের মাথায় এগিয়ে যেতে পারত ব্রাজিল। আন্দ্রেস পেরেইরার ক্রস ঠিকমতো পায়ে লাগাতে পারেনি মার্টিনেল্লি। তবে ম্যাচের পাঁচ মিনিটেই সাভিওর পাস থেকে আন্দ্রেস পেরেইরার গোলে এগিয়ে যায় ব্রাজিল। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল।

বিরতি থেকে ফিরে ৫৪ মিনিটে মার্টিনেল্লি এক গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। যখন সবাই ভাবছিল বড় ব্যবধানে জিতবে ব্রাজিল ঠিক তখনই জ্বলে ওঠে মেক্সিকান ফুটবলাররা। ৭৩ ও ৯২ মিনিটে মেক্সিকো গোল কলে ২-২ এ সমতায় ফেরান।

তবে যোগ করা সময়ের শেষ দিকে ভিনিসিয়ুসের ক্রস থেকে হেডে দারুণ গোল করে ব্রাজিলকে ৩-২ গোলের অসাধারণ এক জয় উপহার দেন এন্ড্রিক। এ নিয়ে টানা তিন ম্যাচে ব্রাজিলের হয়ে গোল করেছেন রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাওয়া এই স্ট্রাইকার

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ