০১ ডিসেম্বর ২০২৪ রবিবার, ১০:৫৯ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
মেগা নিলামের পর ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের স্কোয়াড গুছিয়ে নিয়েছে। ঋষভ পন্তের রেকর্ড গড়া দাম, বোলারদের দাপটসহ নানা বিষয় আলোচনায় থাকলেও চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনিকে ধরে রাখার খবরটি বিশেষ নজর কেড়েছে।
এখন আলোচনায় ধোনিসহ আরও দুই ক্রিকেটারের আইপিএল ক্যারিয়ার। এ মৌসুমে হয়তো তাঁদের শেষবার আইপিএলে দেখা যাবে। প্রায় নিশ্চিত হওয়া সেই তিন ক্রিকেটার হলেন:
ভারতের সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনির আইপিএল ক্যারিয়ার নিয়ে জল্পনা নতুন কিছু নয়। আগের মৌসুমেই উঠেছিল প্রশ্ন, এটাই কি তাঁর শেষ আইপিএল? সিদ্ধান্ত একান্তই তাঁর, আর এবারও ৪ কোটি রুপিতে আনক্যাপড খেলোয়াড় হিসেবে তাঁকে ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস।
তবে ৪৩ বছর বয়সী ধোনির জন্য এই মৌসুমটি হতে পারে শেষ। ধোনি যখনই বিদায় নেবেন, তা শুধু চেন্নাই সুপার কিংস নয়, পুরো ক্রিকেট বিশ্বের জন্য হবে একটি যুগের সমাপ্তি।
দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে নেই। তাঁকে নিলামে কিনেছে দিল্লি ক্যাপিটালস। তবে ৪০ বছর বয়সী এই ক্রিকেটারের নিয়মিত একাদশে জায়গা পাওয়া কিছুটা অনিশ্চিত। বয়স ও সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে ধারণা করা হচ্ছে, এ মৌসুমের পর হয়তো আইপিএলকে বিদায় বলবেন ডু প্লেসি।
ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী আইপিএলে সফল স্পিনারদের একজন। ৬৭ ম্যাচে ৩৫ উইকেট শিকার করা এই ক্রিকেটারের সাম্প্রতিক পারফরম্যান্স অবশ্য ভালো যাচ্ছে না। এ কারণেই তাঁর আইপিএল ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে।
যদি তিনি আইপিএল চালিয়ে যেতে চান, তবে তাঁকে আসন্ন মৌসুমে অসাধারণ পারফরম্যান্স দেখাতে হবে। নাহলে এবারের আইপিএলই হয়তো তাঁর শেষ মৌসুম হতে পারে।
শেষের পথে এক যুগের গল্প?
এই তিন ক্রিকেটার বিদায় নিলে আইপিএলে একটি যুগের সমাপ্তি ঘটবে। তাঁদের অভিজ্ঞতা, নেতৃত্ব আর পারফরম্যান্সের স্মৃতিগুলো ভক্তদের মনে অমলিন হয়ে থাকবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।