০৮ নভেম্বর ২০২০ রবিবার, ০৫:৪৫ পিএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার বিজনেস24.কম
![]() |
ভয়াবহ করোনাভাইরাসের ফলে সীমিত আকারে এবার ওমরাহ হজ পালনের অনুমতি দিয়েছে সৌদি সরকার। যদিও বাংলাদেশ থেকে এখনও ওমরাহ হজের কার্যক্রম শুরু করা হয়নি।
বৈধ এজেন্সির তালিকা করার জন্য আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেধে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আগ্রহী এজেন্সিগুলোকে আবেদন করতে বলা হয়েছে। মন্ত্রণালয়ের তালিকা প্রকাশের পর আগামী দুই সপ্তাহের মধ্যে ওমরাহ কার্যক্রম শুরু করতে পারবেন এজেন্সিগুলো বলে আশাবাদ ব্যক্ত করেছেন এজেন্সি মালিকরা।
হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম বলেন, এবার ওমরাহ হজ পালনে খরচ প্রায় দ্বিগুন বাড়বে। ওমরাহ পালনে সৌদিআরবে প্রত্যেক দেশের মুসল্লিদের তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। প্রত্যেক মুসল্লি শুধুমাত্র একবার তিন ঘন্টার জন্য কাবা (হেরেম) শরীফে প্রবেশের সুযোগ পাবেন।
সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী করোনাকালিন বিশেষ পরিস্থিতিতে সব বয়সের মানুষ এখন ওমরাহ পালন করতে যেতে পারবেন না। এবার শুধুমাত্র ২৫ থেকে ৫০ বছর বয়সীরাই ওমরাহ পালনে যেতে পারবেন। একসঙ্গে ৫০ জনের গ্রুপ করে যেতে হবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।