facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫

Walton

এবার ১৯ বছরের ছোট ফ্যাশন ডিজাইনার রাহুল বিজয়ের প্রেমে মালাইকা!


১১ ডিসেম্বর ২০২৪ বুধবার, ১১:১৪  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


এবার ১৯ বছরের ছোট ফ্যাশন ডিজাইনার রাহুল বিজয়ের প্রেমে মালাইকা!

বয়সে ছোট অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের পর এবার নতুন সম্পর্কে জড়িয়েছেন বলিউড তারকা মালাইকা অরোরা— এমনই গুঞ্জন বলিউড পাড়ায়। ৫১ বছর বয়সী এই অভিনেত্রীর নতুন প্রেমিক হিসেবে নাম উঠে এসেছে ৩২ বছর বয়সী ফ্যাশন স্টাইলিস্ট রাহুল বিজয়ের।

সম্প্রতি এপি ধিলোঁর কনসার্ট থেকে তাঁদের ঘনিষ্ঠতার গুঞ্জন শুরু হয়েছে। গুঞ্জন অনুযায়ী, মালাইকা ও রাহুল একসঙ্গে কনসার্টে হাজির হন। রাহুল নিজেই মালাইকার একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে লিখেছেন, ‘আচ্ছা, এটা কী মালাইকার কনসার্ট ছিল?’ এছাড়া মালাইকার সঙ্গে এক আদুরে সেলফিও পোস্ট করেন রাহুল। আর এতেই শুরু হয় বলিউড পাড়ায় নানান মুখরোচক চর্চা।

উল্লেখ্য, মালাইকা এর আগে বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে পাঁচ বছর প্রেম করেছিলেন। তবে সেই সম্পর্কও ভেঙে যায়। এর আগে অভিনেতা ও প্রযোজক আরবাজ খানের সঙ্গে ১৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছিলেন মালাইকা।

নতুন প্রেমিক রাহুল বিজয় পেশায় একজন ফ্যাশন ডিজাইনার এবং স্টাইলিস্ট। এলি, জি-কিউ ইন্ডিয়া, হার্পারস বাজার ইন্ডিয়ার মতো নামি ম্যাগাজিনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। বলিউড তারকা বরুণ ধাওয়ান, অহান শেঠি, বেদাঙ্গ রায়নার মতো তারকাদের স্টাইলিং করেছেন তিনি। মজার বিষয় হলো, মালাইকার সাবেক প্রেমিক অর্জুন কাপুরেরও স্টাইলিস্ট ছিলেন রাহুল।

রাহুলের সঙ্গে মালাইকার ঘনিষ্ঠতা কি শুধুই বন্ধুত্ব, নাকি নতুন প্রেমের শুরু? এই প্রশ্নের উত্তর সময়ই দেবে। তবে বলিউডে তাঁদের নিয়ে গুঞ্জনের ঢেউ থামার কোনো লক্ষণ নেই।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিনোদন -এর সর্বশেষ