১৩ ডিসেম্বর ২০২৪ শুক্রবার, ০১:৫৭ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
শেয়ারবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদে ফিরোজ আহমেদ এবং মো. ফজলুর রহমান ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) ব্যাংকটির ৮০২তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
ফিরোজ আহমেদ এবি ব্যাংকের পরিচালনা পর্ষদের একজন অভিজ্ঞ পরিচালক। তিনি এলিট পেইন্ট গ্রুপের চেয়ারম্যান এবং এলিট ইন্টারন্যাশনাল লিমিটেড, হেক্সাগন কেমিক্যাল কমপ্লেক্স লিমিটেড এবং আহমেদ সিকিউরিটিজ সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ, চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে তিনি আজীবন যুক্ত রয়েছেন।
অন্যদিকে, মো. ফজলুর রহমান এবি ব্যাংকের পরিচালনা পর্ষদে ২০২৪ সালের ৯ অক্টোবর পরিচালক হিসেবে যোগদান করেন। তিনি এবি ইনভেস্টমেন্ট লিমিটেড ও এবি সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ছিলেন। এর আগে তিনি এবি ব্যাংকের প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
ব্যাংকিং ও ফাইন্যান্স খাতে বিশাল অভিজ্ঞতা এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে মো. ফজলুর রহমান ব্যাংকের স্ট্রাটেজিক প্ল্যানিং ও আর্থিক অগ্রগতিতে অনন্য ভূমিকা রেখে চলেছেন।
ফিরোজ আহমেদ এবং মো. ফজলুর রহমানের অভিজ্ঞতা ও নেতৃত্ব এবি ব্যাংকের ভবিষ্যৎ অগ্রযাত্রাকে আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। ব্যাংকটির শেয়ারবাজারে ইতিবাচক পরিবর্তন এবং আর্থিক শক্তিশালী অবস্থান নিশ্চিত করতে তাদের এই নতুন ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।