১৪ জানুয়ারি ২০২৫ মঙ্গলবার, ০১:২৩ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩ জানুয়ারি দুপুর ১২টায় এভসেক সদস্য টহলকালীন সময়ে আগমনী টার্মিনালের ইমিগ্রেশন এলাকায় স্বর্ণের রুলি সদৃশ একটি বক্স মালিকানা বিহীন অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি ঘোষণার মাধ্যমে সবাইকে জানানো হয়। কিন্তু বক্সটির মালিক সনাক্ত না হওয়ায় স্বর্ণের রুলি সম্বলিত বক্সটি এভসেক কন্ট্রোল রুমে জমা দেওয়া হয়।
পরবর্তীতে সিসি টিভির ক্যামেরার ফুটেজে দেখা যায়, একজন যাত্রী আগমনী টার্মিনালে কিছু একটা খুঁজছেন। তাকে জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া যায় যে স্বর্ণের রুলি সদৃশ বক্সটি তিনি আগমনী টার্মিনালের ইমিগ্রেশন এলাকায় ভুলক্রমে ফেলে এসেছেন এবং বক্সটি তার মালিকানাধীন। এরপর ওই যাত্রীকে এভসেক কন্ট্রোল রুমে নিয়ে সিসিটিভি ফুটেজ যাচাই করে এবং উপযুক্ত প্রমাণের ভিত্তিতে এভসেক শিফট সুপারভাইজারের উপস্থিতিতে স্বর্ণের দুটি রুলি (আনুমানিক মূল্য ৪,০০,০০০ টাকা) যাত্রীর কাছে হস্তান্তর করা হয়।
ওই স্বর্ণের রুলি হাতে পেয়ে যাত্রীটি খুবই উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এভসেক সদস্যদের কার্যক্রম সম্পর্কে ভূয়সী প্রশংসা করেন।
এভসেকের দ্রুত পদক্ষেপ ও সতর্কতামূলক ব্যবস্থা যাত্রীদের সেবায় প্রতিশ্রুতিবদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
যাত্রীরা বিমানবন্দরে যেকোনো জিজ্ঞাসার জন্য যোগাযোগের নাম্বার : ১৩৬০০ অথবা ইমেইল : [email protected]d
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।