০৮ মে ২০২৪ বুধবার, ১০:৩৮ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
কিলিয়ান এমবাপ্পেকে কাঁদিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে বরুশিয়া ডর্টমুন্ড। প্যারিসে আবার হেরেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। বরুশিয়া ডর্টমুন্ড ১-০ গোলে জয় তুলে নেয়। পিএসজি আরও একবার চ্যাম্পিয়নস লিগ জয় করতে ব্যর্থ হয়েছে।
এর আগে ডর্টমুন্ডে প্রথম লেগটিতে বরুশিয়া ১-০ গোলেই জয় পেয়েছিল। দুই লেগ মিলিয়ে ২-০ ব্যবধানে জয় জার্মানির ক্লাবটির। লন্ডনে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। আর সেখানে তাদের অপেক্ষায় আছে রিয়াল মাদ্রিদ নয়তো আরেক জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ।
বুধবার সেমিফাইনালের অপর দ্বিতীয় লেগ সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হবে। ১১ বছর পর চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ওঠার আনন্দ বরুশিয়ার। ১ জুন লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ‘অল জার্মান’ ফাইনাল হতেও পারে। ২০১২-১৩ মৌসুমে বায়ার্ন মিউনিখের কাছে ফাইনালে এই লন্ডনে হেরেছিল ২-১ গোলের ব্যবধানে।
ফুটবলে এক গোলের ভরসা নেই। এটা জেনেই দু‘দল খেলতে নামে। পিএসজি গোলমুখে প্রবেশে ক্রমাগত বাধা পেয়েছে। ডর্টমুন্ড ডিফেন্সে আর্ট দেখিয়েছে। প্রথমার্ধ শেষে গোলশূন্য ছিল ম্যাচ। ৫০ মিনিটে কর্ণার পায় বরুশিয়া। সেখান থেকে ভেসে আসা বল হেডে গোল করেন ম্যাটস হামেলস। তখনই ম্যাচে ১-০ তে লিড তাদের।
পিএসজি পাগলপ্রায় হয়ে আক্রমণ করতে থাকে। এমবাপ্পেকে ডি বক্সে সফল ট্যাকল করেন হামেলস। মারকুইনহসের শট বারে লেগে ফিরে যায়। কখনো বারে বল লেগেছে। কখনো ডর্টমুন্ডের ডিফেন্স দেয়াল হয়ে দাঁড়িয়ে গেছে।
পিএসজি আর গোল শোধ করতে পারেনি। রেফারি খেলা শেষের বাঁশি দেয়ার পর হতাশায় ভেঙে পড়েন এমবাপ্পে। নিজ দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন ২০১৮ সালে। আবার ২০২২ সালে ফাইনালে তোলেন ফ্রান্সকে। কিন্তু নিজ দেশের ক্লাব পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা হলো না তার। পরের মৌসুমে তিনি রিয়াল মাদ্রিদে যাবেন এমন গুঞ্জন রয়েছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।