facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ৩০ অক্টোবর বুধবার, ২০২৪

Walton

এর পরও ইউনিয়ন ব্যাংক থেকে ৫০ কোটি টাকা তুলে নেয় এস আলম গ্রুপ


২৯ অক্টোবর ২০২৪ মঙ্গলবার, ১১:২৭  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


এর পরও ইউনিয়ন ব্যাংক থেকে ৫০ কোটি টাকা তুলে নেয় এস আলম গ্রুপ

সরকার পরিবর্তনের পর এস আলম গ্রুপের প্রধান সাইফুল আলম ও তাঁর পরিবারের সদস্যরা ইউনিয়ন ব্যাংকে থাকা বিপুল পরিমাণ অর্থ তুলে নেন। এছাড়া, নিজেদের নামে থাকা অর্থ অন্যদের নামে স্থানান্তর এবং অন্য ব্যাংকে স্থানান্তরের প্রক্রিয়াও চালানো হয়। কেন্দ্রীয় ব্যাংকের একটি পরিদর্শন প্রতিবেদন অনুসারে, এস আলম গ্রুপ ইউনিয়ন ব্যাংক থেকে প্রায় ৫০ কোটি টাকা সরিয়ে নেয়।

পরিদর্শন প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য

কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শনে জানা যায়, এস আলম গ্রুপ যখন এই অর্থ উত্তোলন করে, তখন ব্যাংকটি তাদের নিয়ন্ত্রণে ছিল। গত ২৭ আগস্ট বাংলাদেশ ব্যাংক ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় এবং স্বতন্ত্র পরিচালক নিয়োগ করে। একই সময় এস আলম গ্রুপের অর্থ উত্তোলনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

ঋণ ও আর্থিক অবস্থা

প্রতিবেদন মতে, ইউনিয়ন ব্যাংকের মোট ঋণের ৬২ শতাংশের অংশীদার এস আলম গ্রুপ ও তাদের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। এই ঋণের পরিমাণ প্রায় ১৭ হাজার ২২৯ কোটি টাকা। এস আলম গ্রুপ ২৪৭টি প্রতিষ্ঠানের নামে এই ঋণ নিয়ে ব্যাংকে ফেরত দেয়নি।

কর্মী নিয়োগে অনিয়ম

ইউনিয়ন ব্যাংকের কর্মীদের ৭৬ শতাংশ কোনো পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগপ্রাপ্ত, যাদের অধিকাংশই এস আলমের নিজের এলাকা চট্টগ্রামের বাসিন্দা।

পরবর্তী কার্যক্রম ও অন্যান্য অভিযোগ

আর্থিক অনিয়মের অভিযোগ মাথায় নিয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোকাম্মেল হক চৌধুরী আত্মগোপনে চলে গেছেন। তার আগে তিনি ব্যাংক থেকে নিজের সব অর্থ উত্তোলন করেন। অন্য কয়েকজন কর্মকর্তাও আত্মগোপনে আছেন বলে জানা যায়।

এছাড়া, এস আলম গ্রুপ বিভিন্ন নামে ব্যাংকের বিভিন্ন শাখায় থাকা টাকা তুলে নেয় এবং তা অন্যদের নামে স্থানান্তর করে।-সূত্র : প্রথম আলো

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: