facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫

Walton

এসআইবিএলের পর্ষদ ভেঙে দিতে গভর্নরকে চিঠি


১৯ আগস্ট ২০২৪ সোমবার, ১০:৫৮  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


এসআইবিএলের পর্ষদ ভেঙে দিতে গভর্নরকে চিঠি

এবার এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ নেওয়া সোস্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার দাবিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়েছেন সাবেক পরিচালকরা। চিঠিতে ব্যাংকের প্রতি মানুষের আস্থা ফেরাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা।

রোববার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বরাবর এ চিঠি জমা দেন সাবেক পরিচালকরা। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ নেওয়ার পরপরই তাদের সরিয়ে দেওয়া হয়েছিল।

অন্যদিকে, আতঙ্কে আমানতকারীরা এ ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছেন। এর আগে গত বৃহস্পতিবার এস আলম গ্রুপের নিয়ন্ত্রণমুক্ত করে পর্ষদ ভেঙে দিতে নতুন গভর্নরকে চিঠি দেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। ব্যাংকটির উদ্যোক্তাদের পক্ষ থেকে পাঠানো ওই চিঠিতে সই করেন ২০১৭ সালে জোর করে বাদ দেওয়া চেয়ারম্যান মেজর (অব.) ডা. রেজাউল হক, তৎকালীন নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আনিসুল হক এবং অডিট কমিটির চেয়ারম্যান মো. আব্দুর রহমান।

২০১৭ সালে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় এসআইবিএল ও ইসলামী ব্যাংক দুটি দখল করে নেয় চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপ। এর পরে গ্রুপটির হাতে যায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক এবং সবশেষ যায় ন্যাশনাল ব্যাংক।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

অর্থ ও বাণিজ্য -এর সর্বশেষ