facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ এপ্রিল মঙ্গলবার, ২০২৫

Walton

এসএসসি চলা প্রতিষ্ঠানে শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতার ভেন্যু নয়


২৭ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার, ১০:৩৩  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


এসএসসি চলা প্রতিষ্ঠানে শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতার ভেন্যু নয়

আগামী ৬ মে থেকে শুরু হচ্ছে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা। এদিন থেকে প্রতিষ্ঠান পর্যায়ের প্রতিযোগিতা শুরু হবে। আগামী ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। এ পরিস্থিতিতে যেসব প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষা চলবে সে প্রতিষ্ঠানগুলো জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতার ভেন্যু হিসেবে ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। তবে, যেদিন এসএসসি পরীক্ষা নেই সেদিন ওইসব প্রতিষ্ঠানের প্রতিযোগিতার আয়োজন করা যাবে।

বুধবার (২৬ এপ্রিল) জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতার সূচি প্রকাশ করা হয়েছে। সূচিতে এসএসসি চলা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিযোগিতা ভেন্যু হিসেবে ব্যবহার না করতে বলেছে অধিদপ্তর। সূচি অনুসারে, ৬ ও ৭ মে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আর ১৩ ও ১৪ মে উপজেলা ও ঢাকা মহনগরীর ২৫টি থানা পর্যায়ের, ২০ ও ২১ মে জেলা পর্যায়ের, ২৭ ও ২৮ মে বিভাগ ও ঢাকা মহানগর পর্যায়ের এবং ৫ ও ৬ জুন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৫ জুন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হবে।

গত ২৫ এপ্রিল অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনোয়ারুল আউয়াল খান স্বাক্ষরিত সূচিতে বলা হয়েছে, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষা চলমান থাকবে সেসব শিক্ষা প্রতিষ্ঠানে সময়সূচির মধ্যে যেদিন পরীক্ষা নেই সেদিন তার প্রতিষ্ঠানের প্রতিযোগিতার আয়োজন করবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসাররা প্রতিষ্ঠান পর্যায়ের প্রতিযোগিতার আয়োজনের বিষয়টি নিশ্চিত করবেন। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষা চলবে সেসব শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিযোগিতার ভেন্যু হিসেবে ব্যবহার করা যাবে না।

জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতার সূচি সব বিভাগীয় কমিশনারদের, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সব জেলা প্রশাসক, সব বোর্ডের চেয়ারম্যানদের পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: