facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৩ ডিসেম্বর সোমবার, ২০২৪

Walton

এ বছর ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ১২ শ


১৮ অক্টোবর ২০২৩ বুধবার, ০৭:২৫  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


এ বছর ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ১২ শ

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের সাড়ে দশ মাসে রেকর্ড ১২০৬ জনের প্রাণ কেড়ে নিল মশাবাহিত এ রোগ। এ বছর মৃতদের মধ্যে ৭৪২ জন ঢাকা মহানগরের। দেশের অন্যান্য এলাকায় মারা গেছেন সব মিলিয়ে ৪৬৪ জন।

ঢাকার বাইরে সবচেয়ে বেশি ১৩২ জনের মৃত্যু হয়েছে বরিশাল বিভাগে। এ ছাড়া ঢাকা বিভাগে ১২৬ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে ৯৪ জন, খুলনা বিভাগে ৬৫ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, রংপুর বিভাগে ৮ জন এবং সিলেট বিভাগে মারা গেছে ১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ২৪৯৫ জন। এ নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ২ লাখ ৪৭ হাজার ১৯৩ জনে পৌঁছাল।

তাদের মধ্যে ৯৩ হাজার ৬৭৯ জন ঢাকায় এবং ১ লাখ ৫৩ হাজার ৫১৪ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ভর্তি হয়েছেন। বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮ হাজার ২৯৯ জন। এর মধ্যে ঢাকায় ২৪৬৮ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৫৮৩১ জন।

মাসের হিসাবে জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুন মাসে পাঁচ হাজার ৯৫৬ জন, জুলাই মাসে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্ট মাসে ৭১ হাজার ৯৭৬ জন এবং সেপ্টেম্বর মাসে ৭৯ হাজার ৫৯৮ জন রোগী হাসপাতালে ভতি হয়েছেন। আর অক্টোবরের ১৭ দিনে ভর্তি হয়েছেন ৪৩ হাজার ৭৮৭ জন।

জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুন মাসে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন এবং সেপ্টেম্বর মাসে ৩৯৬ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে। অক্টোবরের ১৭ দিনে মৃত্যু হয়েছে ২১৭ জনের।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: