০১ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার, ০৫:১৯ পিএম
শেয়ার বিজনেস24.কম
![]() |
২০১৬ সালে বাংলাদেশে ৫৭৮ জন নতুন করে এইচআইভি/এইডসে সংক্রমিত হয়েছে বলে শনাক্ত হয়েছে। আর এ বছর এইডসে মারা গেছে ১৪১ জন।
বৃহস্পতিবার দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম এ তথ্য জানান।
দিবসটি উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), জাতিসংঘের এইডস-বিষয়ক সংস্থা ইউএন এইডস এবং সরকারের জাতীয় এইডস/এসটিডি প্রোগ্রাম যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।