facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ ডিসেম্বর রবিবার, ২০২৪

Walton

ওয়েস্টইন্ডিজকে ৭ রানে হারালো বাংলাদেশ


১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার, ০৯:৪৫  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


ওয়েস্টইন্ডিজকে ৭ রানে হারালো বাংলাদেশ

হাসান মাহমুদের করা ২০তম ওভারের পঞ্চম বলে বোল্ড হলেন ওবেদ ম্যাকয়। গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের ১৪০ রানে থামিয়ে বাংলাদেশ ম্যাচ জিতে নিল ৭ রানে। সেই সঙ্গে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজেে এগিয়ে গেল ১-০ ব্যবধানে।

৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টিতে হারাল বাংলাদেশ।

জুটির পঞ্চাশ, পাওয়েলের পঞ্চাশ

রভম‍্যান পাওয়েলের বিস্ফোরক ব‍্যাটিংয়ে দ্রুত কমছে ব‍্যবধান। ২৩ বলে পঞ্চাশ ছুঁয়েছে রোমারিও শেফার্ডের সঙ্গে তার জুটি।

তানজিম হাসানের বলে চারে ২৮ বলে পঞ্চাশ স্পর্শ করেছেন পাওয়েল।

রিশাদ হোসেনের ওভারে তিন চার মেরে রানের গতিতে দম দেয় ওয়েস্ট ইন্ডিজ। তাসকিন আহমেদের ওভারে তিন ছক্কায় ২৩ রান নিয়ে সমীকরণ আরও সহজ করে ফেলে।

তানজিম হাসানের ওভারে দুই চারে ১২ রান নেওয়ার পর কাজটা খুব একটা কঠিন নয়।

১৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৭ উইকেটে ১২০। ১১ বলে ১৫ রানে ব‍্যাট করছেন শেফার্ড। ৩০ বলে পাওয়েলের রান ৫৭।


আকিলকে ফেরালেন রিশাদ

উইকেট শিকারের উৎসবে যোগ দিলেন রিশাদ হোসেন। অফ স্টাম্পের ওপর করা ডেলিভারি ছক্কা মারার চেষ্টায় ডিপ মিড উইকেট ক্যাচ দিয়ে ফিরলেন ৫ বলে ২ রান করা আকিল হোসেন।

মাত্র ৬১ রানে ৭ উইকেট নিয়ে জয়ের সুবাস পেতে শুরু করেছে বাংলাদেশ।

১২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭ উইকেটে ৬২ রান। রভম্যান পাওয়েল ১৬ বলে ১৬ রানে অপরাজিত। নতুন ব্যাটসম্যান রোমারিও শেফার্ড।

বাকি ৮ ওভারে ক্যারিবিয়ানদের প্রয়োজন ৮৬ রান।


মোটিকে দ্রুত ফেরালেন তানজিম

প্রথম ওভারে ২৫ রান দেওয়া বোলিংয়ে ফিরে আঁটসাঁট বোলিংয়ে এবার দিলেন কেবল ২ রান। সঙ্গে নিলেন গুডাকেশ মোটির উইকেট।

তৃতীয় টি-টোয়েন্টিতে ব‍্যাট হাতে বাংলাদেশকে খুব ভুগিয়েছিলেন মোটি। এবার তাকে দ্রুত ফেরালেন তানজিম।

অফ স্টাম্পের বাইরের বলে ব‍্যাট চালিয়ে দিয়েছিলেন মোটি। ঠিক মতো খেলতে পারেননি। কানা ছুঁয়ে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে।

১০ বলে মোটি করেন ৬ রান।

১১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৬ উইকেটে ৫৯। ক্রিজে রভম‍্যান পাওয়েলের সঙ্গী আকিল হোসেন।


মেহেদির দারুণ স্পেল

টানা চার ওভার বোলিং করলেন শেখ মেহেদি হাসান। দারুণ বোলিংয়ে ক‍্যারিয়ারে প্রথমবার নিলেন চার উইকেট, ১৩ রানের খরচায়।

টি-টোয়েন্টিতে মেহেদির আগের সেরা ছিল ১৯ রানে ৩ উইকেট।

নিকোলাস পুরান, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার ও রোস্টন চেইসকে ফিরিয়ে বাংলাদেশকে চমৎকার শুরু এনে দিয়েছেন মেহেদি।

১০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৫ উইকেটে ৫৭। একই সময়ে বাংলাদেশের রান ছিল ৩ উইকেটে ৫৬।

শেষ ১০ ওভারে ৯১ রান করতে হবে স্বাগতিকদের। ১২ বলে ১৪ রানে খেলছেন অধিনায়ক রভম‍্যান পাওয়েল। ৮ বলে গুডাকেশ মোটির রান ৬।


চেইসকে ফিরিয়ে মেহেদির চার

প্রথম রিপ্লে দেখার সঙ্গে সঙ্গে হাঁটা ধরলেন রোস্টন চেইস। নিজের ভবিষ‍্যৎ বোঝা গেছে তার! কয়েকবার বিভিন্ন অ‍্যাঙ্গেল থেকে দেখে আম্পায়ারও সেটাই নিশ্চত করলেন, আউট।

কট বিহাইন্ডের রিভিউ নিয়ে চেইসকে ফিরিয়েছে বাংলাদেশ। শেখ মেহেদি হাসানের বলে রিভার্স সুইপ করতে চেয়েছিলেন মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান। ঠিক মতো পারেননি, আর্ম গার্ডে লাগার পর গ্লাভস ছুঁয়ে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে।

১৩ বলে চেইস করেন ৭ রান। তিনি মেহেদির চতুর্থ শিকার।

৭ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৫ উইকেটে ৩৯। ক্রিজে রভম‍্যান পাওয়েলের সঙ্গী গুডাকেশ মোটি।


খালি হাতে ফিরলেন ফ্লেচার

দুর্দান্ত বোলিংয়ের ধারা অব্যাহত শেখ মেহেদি হাসানের। সপ্তম ওভারে আন্দ্রে ফ্লেচারকে ফিরিয়ে দিলেন অফ স্পিনার।

অফ স্টাম্পের বাইরের ডেলিভারি দূর থেকে ড্রাইভ করার চেষ্টায় ফ্লেচারের ব্যাটের বাইরের কানা ছুঁয়ে যায়। উইকেটের পেছনে দারুণ ক্যাচ নেন লিটন কুমার দাস।

রানের খাতাই খুলতে পারেননি ফ্লেচার।


পাওয়ার প্লেতে উইন্ডিজের ৩ উইকেটে ৩৬

রান তাড়ায় প্রথম ৬ ওভারে তেমন কিছু করতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ার প্লে শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৩৬ রান।

এর মধ্যে তানজিম হাসানের করা চতুর্থ ওভারেই তারা নিয়েছে ২৫ রান। বাকি পাঁচ ওভারে চমৎকার বোলিংয়ে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের আটকে রেখেছেন হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শেখ মেহেদি হাসানরা।

প্রথম ওভারে মাত্র ১ রান দেন হাসান। আক্রমণে এসে প্রথম বলেই ব্র‍্যান্ডন কিংয়ের উইকেট নেন তাসকিন। পরের ওভারে নিকোলাস পুরানকে ফেরান মেহেদি।

এরপর তানজিমের ওভারে ২৫ রান নিয়ে উইন্ডিজের ঘুরে দাঁড়ানোর চেষ্টা। তবে পঞ্চম ওভারে জনসন চার্লসকে থামিয়ে দেন মেহেদি।

আপাতত রোস্টন চেইস ১০ বলে ৬ ও আন্দ্রে ফ্লেচার ৩ বলে ০ রানে অপরাজিত।

চার্লসকে থামালেন মেহেদি

চতুর্থ ওভারে তানজিম হাসানের বলে দুই ছক্কা, এক চারে ডানা মেলার আভাস দিয়েছিলেন জনসন চার্লস। পরের ওভারে শেখ মেহেদি হাসানের বলেও তিনি মারেন বাউন্ডারি। তবে তাকে বেশি দূর যেতে দিলেন না শেখ মেহেদি হাসান।

ছক্কার খোঁজে মিড অফের ওপর দিয়ে মারার চেষ্টায় বৃত্তের মাথায় দাঁড়ানো হাসান মাহমুদের হাতে ক্যাচ দিলেন চার্লস। ১২ বলে ২০ রান করে ফিরলেন তিনি।

নতুন ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার। ৬ বলে ৪ রানে অপরাজিত রোস্টন চেইস।

৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ৩৩ রান।

এলোমেলো বোলিংয়ে খরুচে তানজিম

বোলিংয়ে এসে শুরু করলেন ওয়াইড-বাউন্ডারি দিয়ে। পরে তিন বলের মধ‍্যে জনসন চার্লসের ব‍্যাটে হজম করলে দুই ছক্কা ও এক চার।

লাইন, লেংথ খুঁজে ফেরা পেসার দিলেন আরও একটি ওয়াইড! ওভার থেকে সব মিলিয়ে এলো ২৫ রান।

৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ২ উইকেটে ২৮।

পুরানকে দ্রুত ফেরালেন মেহেদি

বোলিংয়ে পরিবর্তন এনেই সাফল‍্য পেলেন লিটন দাস। বিপজ্জনক নিকোলাস পুরানকে দ্রুত ফেরালেন শেখ মেহেদি হাসান।

অফ স্পিনারকে পেয়ে বেরিয়ে এসে বড় শট খেলতে চেয়েছিলেন পুরান। কিন্তু বলের লাইনেই যেতে পারেননি তিনি। বল গ্লাভসে নিয়েই বেলস ফেলে দেন লিটন।

৬ বলে ১ রান করে ফেরেন পুরান।

৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ২ উইকেটে ৩। ক্রিজে জনসন চার্লসের সঙ্গী রোস্টন চেইস।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ