facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ এপ্রিল মঙ্গলবার, ২০২৫

Walton

কওমির কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৭৬.০৯ শতাংশ


১৫ এপ্রিল ২০২৩ শনিবার, ০৪:৪৭  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


কওমির কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৭৬.০৯ শতাংশ

বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের গড় পাসের হার ৭৬.০৯। শনিবার (১৫ এপ্রিল) দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী ভাঙ্গাপ্রেসে বেফাক মিলনায়তনে (নতুন ভবন) ফলাফল ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বেফাকের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরী, মুফতি মনসূরুল হক, মুফতি ফয়জুল্লাহ, মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভীসহ ঢাকার প্রসিদ্ধ মাদ্রাসাসমূহের মুহতামিম ও বেফাকের গুরুত্বপূর্ণ সদস্য, কর্মকর্তা এবং অন্যান্য বিভাগীয় দায়িত্বশীরা।

এতে ছাত্র-ছাত্রী মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা দুই লাখ ৮২ হাজার ৯২৬ জন। চলতি বছর বিগত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৯ হাজার ৭১০ জন বেশি।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি বেফাকের ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়। এতে অংশ নেয় মাদ্রাসার বালক ও বালিকা শাখার ছয় স্তরের শিক্ষার্থীরা। এই পরীক্ষায় অংশগ্রহণ করে দেশের ১২ হাজার ৮৬০টি পুরুষ ও মহিলা মাদ্রাসা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: