facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫

Walton

কথা বলতে পারছেন না সুস্মিতা, ইশারায় যা জানালেন


১২ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার, ১১:৫৫  এএম

বিনোদন ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


কথা বলতে পারছেন না সুস্মিতা, ইশারায় যা জানালেন

বলিউড লাস্যময়ী সুস্মিতা সেন মাস কয়েক আগেই আক্রান্ত হন হৃদরোগে। ফিরে আসেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে। ফের অসুস্থ এ তারকা। বলতে পারছেন না কথা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

কদিন ধরে দাঁতের যন্ত্রণায় ভুগছেন সুস্মিতা। সেকারণেই দ্বারস্থ হন চিকিৎসকের। বান্দ্রা এলাকার একটি স্বাস্থ্যকেন্দ্রের বাইরে দেখা যায় তাকে। সঙ্গে ছিলেন প্রাক্তন প্রেমিক রহমান। পাপারাজ্জিরা ছবি তুলতে গেলেই ইশারায় নিষেধ করেন। সেইসঙ্গে অবাক হয়ে প্রশ্ন করেন, ‘এখানে আছি জানলেন কী ভাবে?’

জানা গেছে, চিকিৎসকের কাছে গেলে গোটা মুখ অবশ করে দেওয়া হয় তার। তাতেই কথা বলতে অসুবিধা হয়, হাসতেও পারেননি তিনি। আলোকচিত্রীদের বুঝিয়ে দেন দাঁতের যন্ত্রণা। যদিও সুস্মিতা জানান, কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যাবেন।

হৃদরোগের আক্রান্ত হওয়ার পর থেকেই সুস্মিতার সঙ্গে ছায়ার মতো আছেন রহমান। সর্বত্র একসঙ্গে দেখা যায় দুজনকে। তবে কি ভাঙা প্রেম জোড়া লেগেছে? প্রশ্ন অনেকের মনে। অবশ্য এ বিষয়ে নীরব তারা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিনোদন -এর সর্বশেষ