facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৮ জানুয়ারি বুধবার, ২০২৫

Walton

কবি এ এইচ এম এনামুল হকের জন্মদিন: বহুমুখী সৃজনশীলতার অগ্রদূত


০৪ জানুয়ারি ২০২৫ শনিবার, ০৫:৫৯  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


কবি এ এইচ এম এনামুল হকের জন্মদিন: বহুমুখী সৃজনশীলতার অগ্রদূত

আজ কবি, গীতিকার, নাট্যকার ও গল্পকার এ এইচ এম এনামুল হকের জন্মদিন। ১৯৬৭ সালের ৪ জানুয়ারি কুমিল্লার বুড়িচং থানার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল গ্রামে জন্ম নেওয়া এই প্রতিভাবান শিল্পী সাত ভাইবোনের মধ্যে সবার বড়। তার বাবা প্রয়াত মোহাম্মদ সামছুল হক এবং মা সদ্যপ্রয়াত জাহানারা বেগম। ছোটবেলা থেকেই কাব্যচর্চায় ঝোঁক থাকা এনামুল হক মাত্র ৯ বছর বয়সে কবিতা লেখা শুরু করেন।

শিক্ষা ও শিল্পে উত্থান

স্কুলজীবন কেটেছে শংকুচাইল আদর্শ সরকারি প্রাথমিক ও শংকুচাইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ঢাকায় এসে তিনি যুক্ত হন ‘সুবচন নাট্য সংসদ’-এ, যেখানে মঞ্চ নাটকে অভিনয়ের মাধ্যমে তার সাংস্কৃতিক জগতে পদার্পণ। কবিতার পাশাপাশি নাট্য রচনাও শুরু করেন। সেই সময়ই তার কবিতা জনপ্রিয় রম্য পত্রিকা উন্মাদ-এ প্রকাশিত হয়।

সংগীত ও গীতিকাব্যের ক্ষেত্রে ভূমিকা

গীতিকার ও সুরকার হিসেবে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেছেন। ‘ড্রিমস’ ব্যান্ডের গানের গীতিকার ও সুরকার হিসেবে কাজ করে তিনি শ্রোতাদের মন জয় করেন। তার সুরারোপিত একক অ্যালবাম ‘ফিরে ফিরে চায়’ প্রশংসা কুড়িয়েছে। সম্প্রতি স্বাধীনতার ৫২ বছর পূর্তি উপলক্ষে ‘অক্ষর অরিজিনালস গানের মিছিল’ সিরিজে তার রচিত আটটি গান প্রকাশিত হয়, যার মধ্যে ‘নিঝুম এক রাতে’ এবং ‘মনের এক্সরে’ উল্লেখযোগ্য।

নাটক ও চলচ্চিত্রে অবদান

টিভি নাটক ও চলচ্চিত্র নির্মাণেও এনামুল হকের ভূমিকা প্রশংসনীয়। আনিসুল হকের উপন্যাস অবলম্বনে ‘হৃদিতা’ চলচ্চিত্রের রূপান্তর ও নির্মাণ তার ক্যারিয়ারে মাইলফলক। সরকারি অনুদানে নির্মিত ‘হৃদিতা’ এবং ‘জলরঙ’ চলচ্চিত্রগুলো দর্শকদের মন ছুঁয়েছে। এছাড়া তার তৃতীয় চলচ্চিত্র ‘আর্জি’ও সরকারি অনুদানে নির্মাণাধীন। ওপার বাংলার সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘ঘাট বাবু’ নাট্যরূপ দিয়ে তিনি সমাদৃত হয়েছেন।

কাব্যজগতে নতুন ধারা ‘এনামি’

এনামুল হক বাংলা কাব্যে একটি নতুন ধারার জন্ম দিয়েছেন, যার নাম ‘এনামি’। তার রচিত ‘দ্বিবর্ণা কাব্য’ এই ধারা প্রতিষ্ঠিত করে। কবিতার চরণসংখ্যা, শব্দের বিন্যাস এবং ভাবের বহুমাত্রিকতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৌমিত্র শেখর তার সম্পর্কে বলেন, “বাংলা কাব্যে এনামি এক নতুন অধ্যায়।”

সামাজিক উদ্যোগ ও বহুমুখী কার্যক্রম

সাহিত্য ও সংগীতের বাইরেও এনামুল হক সমাজের প্রতি দায়বদ্ধ। ‘গুলশান চা’ নামে একটি ব্র্যান্ডের প্রতিষ্ঠা এবং দরিদ্র শিশুদের জন্য বিনামূল্যে খাবারের উদ্যোগ তার মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন।

সমৃদ্ধ ভবিষ্যতের প্রতিশ্রুতি

কবি, নাট্যকার, গীতিকার ও গল্পকার হিসেবে এ এইচ এম এনামুল হক তার বহুমুখী প্রতিভা দিয়ে বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে স্থায়ী জায়গা করে নিয়েছেন। সাহিত্যানুরাগীরা মনে করেন, তার এই সৃজনশীলতা আগামী দিনেও তাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিশেষ প্রতিবেদন -এর সর্বশেষ