facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫

Walton

কাগজপত্র ছাড়াই ঋণ, এমটিবি–ডেলিভারি টাইগারের উদ্যোগ


২০ অক্টোবর ২০২৩ শুক্রবার, ০৫:৩২  পিএম

সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার বিজনেস24.কম


কাগজপত্র ছাড়াই ঋণ, এমটিবি–ডেলিভারি টাইগারের উদ্যোগ

দেশের ক্ষুদ্র ও অনানুষ্ঠানিক উদ্যোক্তারা প্রয়োজনীয় অনেক নথিপত্রের অভাবে এবং সময়সাপেক্ষ ও জটিল আবেদনপ্রক্রিয়ার কারণে ঋণ নিতে পারেন না। এ সমস্যার সমাধানে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য যৌথভাবে একটি বিশেষ ডিজিটাল ঋণপণ্য নিয়ে এসেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) এবং কুরিয়ার ও ফিনটেক কোম্পানি ডেলিভারি টাইগার।

নতুন এ পণ্যের মাধ্যমে দেশে প্রথমবারের মতো ক্ষুদ্র উদ্যোক্তারা কোনো কাগজপত্র ছাড়াই অনলাইনে ঋণের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের ৩০ মিনিটের মধ্যে ঋণ অনুমোদন ও বিতরণ করা হবে। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি পরীক্ষামূলকভাবে এ ঋণ চালুর অনুমোদন দেয়। এরপর কয়েকজন অনলাইন বিক্রেতাকে এ ঋণ দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে পরীক্ষামূলকভাবে এ ঋণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান, ডেলিভারি টাইগারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম মাশরুরসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডেলিভারি টাইগার জানিয়েছে, উদ্যোক্তাদের ঋণ দিয়ে সাহায্য করার বিষয়ে অনেক কথা বলা হলেও এখন পর্যন্ত সাফল্য খুব কম। ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তার জন্য সরকার ও কেন্দ্রীয় ব্যাংক ভালো পরিমাণে অর্থ বরাদ্দ করেছে। কিন্তু বেশির ভাগ ব্যাংক বিভিন্ন কারণে ঋণ বিতরণের লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।

ডেলিভারি টাইগার আরও জানায়, তাদের নেটওয়ার্কে প্রায় ২০ হাজার অনলাইন বিক্রেতা যুক্ত রয়েছেন। এসব উদ্যোক্তার যে কেউ ডেলিভারি টাইগার অ্যাপ থেকে তাৎক্ষণিকভাবে এই পাইলট ডিজিটাল ঋণের জন্য আবেদন করতে পারবেন।

নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে আবেদন স্বয়ংক্রিয়ভাবে মূল্যায়ন করা হবে। সেখানে অনুমোদিত হলে ঋণের পরিমাণ তাৎক্ষণিকভাবে উদ্যোক্তার ব্যাংক হিসাবে চলে যাবে। পুরো প্রক্রিয়ার জন্য মোট ৩০ মিনিটের কম সময় লাগবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

কর্পোরেট -এর সর্বশেষ