facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১২ মার্চ বুধবার, ২০২৫

Walton

কানাডার কঠোর ভিসা নীতি: ভারতীয় অভিবাসীদের জন্য নতুন দুঃসংবাদ!


২৫ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার, ০৯:৫০  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


কানাডার কঠোর ভিসা নীতি: ভারতীয় অভিবাসীদের জন্য নতুন দুঃসংবাদ!

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়াকড়ি শুরু হলে সবচেয়ে বেশি চাপে পড়ে ভারতীয়রা। এবার একই পথে হাঁটছে কানাডা, যা ভারতীয় অভিবাসীদের জন্য নতুন সংকট তৈরি করতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের তথ্য অনুযায়ী, কানাডা সম্প্রতি কঠোর ভিসা নীতি গ্রহণ করেছে, যার ফলে বহু ভারতীয়র ভিসা বাতিলের আশঙ্কা দেখা দিয়েছে। খালিস্তানি বিতর্কের পর ভারত-কানাডা সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠায়, এই নতুন নীতি ভারতীয়দের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে।

বর্তমানে কানাডায় প্রায় ৪ লাখ ২৭ হাজার ভারতীয় শিক্ষার্থী অধ্যয়নরত, তবে নতুন নীতির আওতায় ৩১ জানুয়ারি ২০২৫ থেকে ‘অস্থায়ী আবাসিক ভিসা’ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে কর্মরত এবং অধ্যয়নরত ভারতীয়দের ভিসা ঝুঁকিতে পড়েছে। শুধু ভারতীয়রা নয়, অন্যান্য দেশের অভিবাসীরাও এই কঠোর নীতির প্রভাব অনুভব করবেন, বিশেষ করে যাদের ওয়ার্ক বা স্টুডেন্ট ভিসা রয়েছে।

যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও জার্মানির পর এবার কানাডাও অভিবাসন নীতিতে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে। ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে ৩০০-রও বেশি ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছে, ব্রিটেনও অবৈধ অভিবাসীদের ধরপাকড় শুরু করেছে, আর জার্মানিতে কট্টরপন্থি নেতা ফ্রেডরিখ মার্জ সীমান্ত নিয়ন্ত্রণ ও শরণার্থী আইন কঠোর করার ঘোষণা দিয়েছেন।

এই পরিবর্তিত বাস্তবতায় কানাডার নতুন অভিবাসন নীতি ভারতীয় কর্মী ও শিক্ষার্থীদের জন্য এক নতুন দুঃস্বপ্ন তৈরি করতে পারে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

ভ্রমণ -এর সর্বশেষ