০৬ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার, ১০:৫৮ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
![]() |
ঘুষ গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার শুনানিকালে আদালতে কান্নায় ভেঙে পড়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
গ্রেপ্তার ও রিমান্ড শুনানি গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর বুধবার (৫ ফেব্রুয়ারি) আদালতে হাজির করে তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। তবে আসামিপক্ষের আইনজীবীরা মামলার প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়ায় শুনানি পেছানো হয়। পরে আদালত ৬ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করে এবং শিবলী রুবাইয়াতকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতে শিবলী রুবাইয়াতের আবেগঘন বক্তব্য বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে রিমান্ড শুনানির সময় শিবলী রুবাইয়াত আবেগপ্রবণ হয়ে পড়েন এবং আদালতের সামনে কান্নায় ভেঙে পড়েন।
শুনানির একপর্যায়ে তিনি আদালতে বলেন, "আমার যা কিছু সম্পত্তি আছে, তা পৈতৃক সূত্রে পাওয়া। শেয়ার মার্কেটে আমার কোনো বিনিয়োগ নেই। আমি নিজে কোনো ফ্ল্যাটও কিনিনি, এমনকি রাজউকের কোনো প্লটও চাইনি। অথচ আমাকে অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।"
তিনি আরও বলেন, "যদি মানিলন্ডারিং করতাম, তাহলে হুন্ডির মাধ্যমে টাকা পাচার করতাম। আমার ও পরিবারের ব্যাংক হিসাব পাঁচ মাস আগে বন্ধ করে দেওয়া হয়েছে। আমি সবসময় দুদকের তদন্তে সহযোগিতা করেছি, যা তারা চেয়েছে, তা দিয়েছি। এমনকি গতকালও আমি দুদকে গিয়েছিলাম।"
আদালতের সিদ্ধান্ত শুনানি শেষে আদালত শিবলী রুবাইয়াতের রিমান্ড আবেদন নামঞ্জুর করেন। তবে, তদন্তের স্বার্থে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। আদালত বলেন, "তদন্ত কর্মকর্তা প্রয়োজনে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করতে পারবেন।"
দুর্নীতির অভিযোগ ও মামলার বিবরণ দুদক কর্তৃক দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, শিবলী রুবাইয়াত ভুয়া বাড়ি ভাড়া চুক্তিনামা এবং পণ্য রপ্তানির কৌশল ব্যবহার করে প্রায় তিন কোটি ৭৬ লাখ ২৯ হাজার টাকা ঘুষ গ্রহণ করেছেন।
এ মামলায় শিবলী রুবাইয়াত ছাড়াও আরও ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে। তারা হলেন:
শিবলী রুবাইয়াতের পটভূমি ২০২০ সালে শিবলী রুবাইয়াত বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি সাধারণ বীমা করপোরেশনের (এসবিসি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
এই মামলার তদন্ত এখনো চলমান রয়েছে এবং এর পরবর্তী শুনানির জন্য তারিখ নির্ধারণ করা হবে বলে আদালত সূত্র জানিয়েছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।