facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৩ ডিসেম্বর সোমবার, ২০২৪

Walton

কাবা শরিফ যেভাবে পরিষ্কার, সুগন্ধিযুক্ত করা হলো


০২ আগস্ট ২০২৩ বুধবার, ০৫:২৯  পিএম

ধর্ম ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


কাবা শরিফ যেভাবে পরিষ্কার, সুগন্ধিযুক্ত করা হলো

 

সৌদি আরবের মক্কায় অবস্থিত পবিত্র কাবা শরিফ ধোয়ার কাজ সম্পন্ন হয়েছে। মক্কার ডেপুটি গভর্নর শাহজাদা বদর বিন সুলতান বিন আব্দুল আজিজ, দুই পবিত্র মসজিদের সেবক বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে কাবার ধোয়ার অনুষ্ঠানে অংশ নেন।

জমজমের পানি, ইরাকের বিশুদ্ধ গোলাপ দিয়ে কাবা শরিফ ধোয়ার পর উদ ও অন্যান্য সুগন্ধি ব্যবহার করা হয়েছে। এ সময় হারামাইন শরিফাইনের প্রশাসনিক কর্তৃপক্ষ, ইমাম ও বিদেশী রাষ্ট্রদূতগণ অংশগ্রহণ করেন।

পবিত্র কাবাঘর ধোয়ার কাজে বিভিন্ন দ্রব্য ব্যবহার করা হয়। এর মধ্যে রয়েছে গোলাপজল, উদ, ইতার (পারফিউম) মিশ্রিত বিশেষ তরল (লিকুইড) পদার্থ। উন্নত মানসম্পন্ন এ উপাদানগুলোর দামও খুব চড়া। ধোয়ার আনুষ্ঠানিকতার আগেই এসব সামগ্রী প্রস্তুত করা হয়।

মূলত মহানবী হজরত ‍মুহাম্মদ (সা.)-এর সময় থেকে পবিত্র কাবাঘর ধোয়ার ঐতিহ্য চলে আসছে। অষ্টম হিজরিতে রাসুল (সা.) মক্কা বিজয়ের পর পবিত্র কাবাঘর ধৌত করেন। ইসলামের সম্মানিত খলিফারাও অত্যন্ত গুরুত্বের সঙ্গে এ কাজ আঞ্জাম দিয়েছেন। তাদের পর থেকে আজ পর্যন্ত এ প্রথা চালু রয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: