facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৩ নভেম্বর শনিবার, ২০২৪

Walton

কিছু বলতে চাই না, সবাই অনেক বকা দিবে: মেহজাবীন


০৮ নভেম্বর ২০২৪ শুক্রবার, ১১:৪৭  এএম

বিনোদন ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


কিছু বলতে চাই না, সবাই অনেক বকা দিবে: মেহজাবীন

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শোবিজ অঙ্গনে আসার পরে নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। উপহার দিয়েছেন অসংখ্য নাটক। এরপর অভিনয় দক্ষতার কারণে নাটকের পাশাপাশি চলচ্চিত্র জগতে পা রেখেছেন।

নিজের প্রথম ছবি ‘সাবা’ দিয়ে টরন্টো, বুসানের মতো আন্তর্জাতিক সিনেমা উৎসব দাপিয়ে এসেছেন। এবার দ্বিতীয় ছবি ‘প্রিয় মালতী’ কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এ প্রিমিয়ার হতে চলেছে। একটি সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন তিনি।

মিসরে যাওয়ার বিষয়ে অভিনেত্রী বলেন, ‘আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কোন দেশকে নিয়ে তোমার অনেক বেশি ভালো লাগা কাজ করে আমি সব সময় বলবো মিশর। ছোটবেলা থেকে স্বপ্ন ও ইচ্ছা ছিল মিশরে যাওয়ার।’

পৃথিবীর অনেক দেশে যাওয়া হয়েছে মিশরে যাওয়া হয়নি উল্লেখ করে মেহজাবীন বলেন, ‘তাদের ইতিহাস, কালচার সবকিছু ভিন্ন। এ ব্যাপারটা ছোট বেলা থেকে আগ্রহী করে তুলেছে। আমার মনে হতো পিরামিডের ভিতরে কি আছে, মমি কেমন। এদিকে পৃথিবীর এত দেশে যাওয়ার পরও এ দেশে যাওয়া হয়নি ‘

অভিনেত্রীর কথায়, ‘আমি ভেবে রেখেছিলাম আচ্ছা ঠিক আছে একটা সময় যাওয়া হবে। যখন জানতে পারলাম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এ ‘প্রিয় মালতী’ প্রিমিয়ার হতে চলেছে। তখন মনে হলো ভালো কিছু সুন্দর ভাবে আমাদের কাছে এসে ধরা দেয়।’

‘আমি শুধু শুধু ঘুরতে যাচ্ছি না আমার একটা উদ্দেশ্য আছে এবং কাজের মাধ্যমে ছোট বেলার ইচ্ছাটুকু পূরণ হয়ে যাবে। আমার এখনও ইচ্ছে আছে, সব মিলে গেলে যাওয়া হবে। ’

৩য় সিনেমা প্রসঙ্গে প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন, ‘কোনো কিছু বলতে চায় না, সবাই অনেক বকা দিবে। এখন পর্যন্ত দুটো সিনেমা শুধু বাইরের দেশে প্রিমিয়ার হচ্ছে। বাংলাদেশের দর্শকদের দেখাতে পারিনি। আগে এগুলো আমাদের দেশের দর্শকদের দেখুক এরপর তাদের মতামত জানতে চাই। পরবর্তীতে ৩য় সিনেমা নিয়ে কথা বলা যাবে।’

ওটিটিতে কাজ প্রসঙ্গে বলেন, এটা নিয়ে কথা চলছে কাজের যেহেতু কথা চলছে তাই আগে থেকে কিছু বলতে পারবো না। কিন্তু যদি শুটিং হয় সেটা হয়ত ডিসেম্বর নাহলে জানুয়ারীতে করবো।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: