০২ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার, ০৬:৫৬ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
শুরু হয়েছে ঢাকা মেকার্সের তৃতীয় পর্ব। চারু ও কারুশিল্পের চমৎকার সব উপাদানের সমারোহ নিয়ে ৩০ জানুয়ারি রাজধানীর তেজগাঁও লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে শুরু হওয়া উৎসবটি চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
ঢাকা মেকার্সের প্রথম দুই দিনে বিভিন্ন বয়সের শিল্পপ্রেমী মানুষদের পদচারণে মুখর ছিল আলোকি প্রাঙ্গণ। বিলুপ্তপ্রায় বিভিন্ন কারুপণ্য নিয়ে এ উৎসবে এসেছিলেন দেশীয় উদ্যোক্তা ও কারুশিল্পীরা। আলোকির গ্লাস হাউসের ক্র্যাফট মার্কেটে দেখা মিলল ঐতিহ্যবাহী জামদানি, শোলা, শতরঞ্জি, শীতলপাটি, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তৈরি পণ্য, কাঠ ও বাঁশের সামগ্রী, নারকেলের খোল দিয়ে তৈরি বিভিন্ন উপাদান, টেপা পুতুল ও শোলা দিয়ে তৈরি পণ্যসহ বিলুপ্তপ্রায় নানা কারুপণ্যের। এ ছাড়া সিমেন্ট, সিরামিক, রিকশার কৃত্রিম চামড়াসহ বিভিন্ন উপাদান দিয়ে তৈরি সৃজনশীল পণ্যের দেখা মিলছে মেকার্স মার্কেটে। খাওয়াদাওয়ার জায়গা, প্রদর্শনী ও বিভিন্ন কর্মশালাও আছে মেলায়।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।