facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০১ এপ্রিল মঙ্গলবার, ২০২৫

Walton

কোম্পানীগঞ্জ ব্যাংকার্স ফোরামের সভাপতি মশিউর,সম্পাদক হাফিজ ভূঞা


২৩ মার্চ ২০২৫ রবিবার, ১১:০৯  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


কোম্পানীগঞ্জ ব্যাংকার্স ফোরামের সভাপতি মশিউর,সম্পাদক হাফিজ ভূঞা

ওয়ান ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এভিপি এন্ড হেড অব বাঞ্চ মোহাম্মদ মশিউর রহমান এবং অগ্রণী ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এসপিও ব্যবস্থাপক মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঞা ব্যাংকার্স ফোরাম কোম্পানীগঞ্জের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে উপজেলার বসুরহাট বাজারের একটি রেস্তোরাঁয় সংগঠনের সভায় সদস্যদের সর্বস্মতিক্রমে তাদের নির্বাচিত করা হয়। কার্যনির্বাহী কমিটির বাকি পদের সবাই তাদের আগের পদে দায়িত্ব পালন করবেন।

ওয়ান ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এভিপি এন্ড হেড অব বাঞ্চ ও নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্যাংকার্স ফোরাম কোম্পানীগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সোনাগাজী শাখার এসএভিপি এন্ড হেড অব বাঞ্চ মনছুরুল আলম।

এ সময় আরও বক্তব্য রাখেন, ব্যাংকার্স ফোরাম কোম্পানীগঞ্জের নবনির্বাচিত সাধারণ সম্পাদক অগ্রণী ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এসপিও ব্যবস্থাপক মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঞা, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এভিপি এন্ড হেড অব ব্রাঞ্চ মো.আবু তাহের, ব্যাংকার্স ফোরাম কোম্পানীগঞ্জের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও প্রিমিয়ার ব্যাংক চৌমুহনী শাখার এসএভিপি এন্ড হেড অব ব্রাঞ্চ আশরাফ উদ্দিন রিপন প্রমূখ।

সভায় ব্যাংকের ম্যানেজার ও ম্যানেজার অপারেশন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গ্রাহক সেবা নিশ্চিত করার মাধ্যমে অর্থনৈতিক সচ্ছলতা বজায় রাখার উদ্দেশ্যে গ্রাহক সেবা সহজতর করার লক্ষে পরামর্শ গুলো তুলে ধরেন। চলমান ব্যাংক পদ্ধতির সার্বিক উন্নয়নে সরকারের যে কোন কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন সংগঠনের নেতরা।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

গ্রামবাংলা -এর সর্বশেষ